সমাজসেবী নাগেশ সিং উদ্যোগে ভোগ বিতরণ
বুধবার বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং এ উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী ও বিশ্ব শান্তি মা কালীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভোগ বিতরণ করলেন কয়েকশো মানুষের। এই প্রথম নয় মাসে দুইবার করে অম্বষা উপলক্ষে ভোগ বিতরণ করতে দেখা যায় তাকে। পাশাপাশি সমাজের স্বার্থে বিভিন্ন সময় মানুষের জন্য করেন তিনি। তিনি বলেন আমার এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে তাই করি। আর আমার এই কাজের প্রেরণা দেন সন্তোষ পাঠক। তার দেখানো পথে আমরা চলছি। তবে এই দিন কয়েক শো মানুষকে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে ভোগ খেতে দেখা যায়। ভোগে ছিল সুস্বাদ্ধ খিচুড়ি, পোলাও তরকারি, মিষ্টি। নিজের হাতে ভোগ বিতরণ করতে দেখা যায় তাকে।
Comments