Posts

Showing posts from December, 2022

তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আতিবর রহমান মোল্লা উদ্যোগে আয়োজিত হল বিভিন্ন অনুষ্ঠান

Image
শনিবার সর্বভারতী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্টা দিবস উপলক্ষে ২১নং ওয়ার্ডে কাউন্সিলার আতিবর রহমান মোল্লা উদ্যোগে হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুঃস্থ ব্যক্তিদের শীত বস্ত্র বিতরণ এবং ইমাম /পুরোহিত ও বয়স জ্যোষ্ট তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা প্রদান। সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরা স্টেশন রোড ২১নং ওয়ার্ড মহেশতোলায়।এই দিন বহু মানুষকে রক্ত দিতে দেখা যায়। শুধু তাই নয় যারা রক্ত দান করেন তাঁদের প্রত্যেকে একটি করে গিফট ও সার্টিফিকেট দেওয়া হয়। তবে এর পাশাপাশি গরীব দুঃস্থ বহু সাধারণ মানুষকে কম্বল দেওয়া হয়। কাজের মানুষ কাছের মানুষ আতিবর রহমান মোল্লা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। প্রতি বছরে মতো এ বছরও ধুমধাম করে পালিত হল এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সক্রিয় ভূমিকায় দেখা যায় পৌরপিতা আতিবর রহমান মোল্লাকে। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দুলাল চন্দ্র মহাশয়, তাপস চক্রবর্তী, শেখ নাসিরুদ্দিন, আবজল মন্ডল, অভিজিৎ, শ্রীজিৎ ঘোষ, এছাড়াও ছিলেন বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা ও পৌরমাতা সহ্য দলের বিভিন্ন কর্মীরা।

সোমবার শংঙ্করপুর মাজারে আয়োজিত হল উরুষ।

Image
সোমবার শংঙ্করপুর মাজারে আয়োজিত হল উরুষ। সারারাত ধরে চলে জলসা। আলোর রসনাইতে সেজে উঠেছিল উরুষ। লোকজনের আনাগোনা থেকে বিভিন্ন দোকানপাঠে কমতি ছিল না কিছুই। এই দিনের এই অনুষ্ঠানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। তবে এই অনুষ্ঠানে মধ্যে মানুষকে পরিষেবা দিতে দেখা যায় ডক্টর এম. এ শাহ কে। তিনি এই দিন বিনামূল্যে ফ্রি মেডিক্যাল চেকাপ ক্যাম্পে আয়োজিত করেন। এবং তার সহযোগিতায় ছিলেন মিনু শাড়ি। করোনা থেকে বিভিন্ন সময় অসহ্রাস মানুষের পাশে সহযোগীতায় করতে দেখা যায় তাকে। বিভিন্ন জায়গায় তিনি এই বিনামূল্যে হেলথ চেকাপ ক্যাম্প করেন মানুষের জন্য। তবে এই দিন আরও একজনকে বিশেষ ভূমিকায় দেখা যায় তাকে। তিনি হলেন তাসকিন শাহ ওয়ার্শীকে। তিনি নিজের হাতে বিশিষ্ট মানুষজনকে সংবর্ধনা দেন। তার এই সংবর্ধনা পেয়ে খুশি হয় অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংগিলে শাহ ওয়ার্ষি, বেতাপ আলী ওয়ার্ষি আলকুলা শাহ ওয়ার্ষি, ডক্টর সীমা সিং, ডক্টর এম ওয়ার্ষি, ডক্টর গজালা আনয়ার, তারানুম খাতুম ওয়ার্ষি, তামানা খাতুন ওয়ার্ষি সহ্য আরও অনেকে।

আন্তজার্তিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে কলকাতা রাস্তায় মহামিছিল

Image
রবিবার আন্তজার্তিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে রামলীলা ময়দান থেকে রানী রাসমণি রোড় পর্যন্ত এক মহামিছিলে আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের তরফ থেকে। যেখানে এই দিন বহু মানুষকে এই মিছিলে সামিল হতে দেখা যায়। রাজ্যে NRC ও CAA বিরুদ্ধে এবং যারা ধর্মের নামে বাংলা ও দেশকে ভাগ করতে চাইছে সেই প্রতিবাদ জানিয়ে এই দিন মিছিলে পা মেলানে সাধারণ মানুষ। সমস্ত দিক থেকে সংখ্যালঘু মানুষদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। এই দাবী ও তোলেন তারা। জয়প্রকাশ মজুমদার, বিধায়ক স্বর্নকমল সাহা, সমাজসেবী সোফিয়া খান, কামরান হোসেন সহ্য আরও অনেকে বিশিষ্ট জনেরা এই মিছিলে পা মেলাতে দেখা যায়।

শনিবার জলসা ইসলাহ ই মুশ্রহ আয়োজিত হয় কারবালা মসকতে

Image
মানুষ অহংকার থেকে মুক্ত হয়ে একে ওপরকে সন্মানের মধ্যে দিয়ে মানুষ নিজেকে আদর্শ হিস্যাবে গড়ে তুলবে। সমাজকে সুন্দর পথ দেখাবে এটাই হল একজন আদর্শ মানব ধর্ম। যে ধর্ম সমস্ত মানুষের মধ্যে থাকা উচিত। কোরান, গীতা, বাইবেল সমস্ত গ্রন্থ এ এই মানব ধর্ম টি বেশি প্রাধান্য পেয়েছে। শনিবার মহম্মদ তাহির আরজান শাহী, মহম্মদ সরফরাজ আরজান শাহী, মোঃ কামাল আরজান শাহী, মোঃ কালিমা আরজান শাহী উদ্যোগে আয়োজিত হল জলসা ইসলাহ ই মুশ্রহ। রাতভোর জলসা ছিল জমজমাট। মানুষ কিভাবে একজন আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলবে এটাই ছিল তাঁদের আসল বার্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমীন ই তারেকাত সয়েদ শাহ, হাসিন আহমেদ, খাঁকোয়াহ হয়রত দ্বিওয়ান শাহ আরজানি জনাব জাভেদ আখতার, মৌকড়ির জনাব শাহীদ নিজমি, সহ্য আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয় কারবাল মসক সন্নিকটে ওপর।

মহিলা সেলের ভাইন্স প্রেসিডেন্ট শাবনাম বিবি উদ্যোগ রেশন দেওয়া সাধারণ মানুষকে

Image
মহিলা সেলের ভাইন্স প্রেসিডেন্ট শাবনাম বিবি উদ্যোগে মেট্রিয়া বুশ রাজা বাগান অঞ্চলে বহু হকার্স ও সবজি ব্যবসায়ী সাধারণ মানুষকে রেশন দেওয়া হয় বুধবার। চাল, আটা ডাল মশলা সহ্য বেশ কিছু জিনিস তুলে দেওয়া হয় দুস্থ মানুষদের হাতে। শুধু তাই নয় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যাতে পাওয়া যায় সেই জন্য এই দিন কার্ডের ফর্ম ফিলাপও করা হয়। তবে শাবনাম দিদি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বহু মানুষ। এই ধরনের কাজ নতুন নয় এর আগে বহু অসহায় মানুষের পাশে সাহায্য এ হাত বাড়িয়ে দিতে দেখা গেছে শাবনাম দিদিকে। পুজোর সময় কখন তাকে দেখা গেছে বস্ত্র বিতরণ করতে। আবার কখন বা দেখা যায় অসহায় মেয়েদের পাশে দাঁড়াতে। দিনকে দিন মানুষের কাছের মানুষ কাজের মানুষ হয়ে উঠছে মহিলা সেলের ভাইন্স প্রেসিডেন্ট শাবনাম বিবি।

সুন্দরবন আদিবাসি জাগরণ সমিতি উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে বৈঠক

Image
"সুন্দরবন জেলার গঠনের নামে সুন্দরবনের প্রকৃত রূপকার আদিবাসিরা যাতে সুন্দরবনের বনাধিকার, আবেগ ও ভালোবাসা থেকে বঞ্চিত না হয় সেই আবেদন জানিয়ে কলকাতা প্রেস ক্লাবে এটি সাংবাদিক বৈঠক হয় মঙ্গলবার। সুন্দরবন আদিবাসি জাগরণ সমিতি উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের মধ্যে দিয়ে তাঁদের মূল দাবী "সুন্দর বন " নাম ব্যবহার করে নতুন জেলা গঠন করতে চাইলে সুন্দরবনের মোট ১৯টি ব্লক নিয়েই "সুন্দর বন জেলা " গঠন করতে হবে। সাম্প্রতিক সুন্দর বনের মাত্র কয়েকটি ব্লক নিয়ে "সুন্দরবন জেলা "গঠনের নামে সুন্দর বনের আদিবাসি অধুষিত সুন্দর বনের অবিচ্ছেদ্য অংশ উপরোক্ত উত্তর ২৪ পরগনা জেলার ও টি ব্লক এলাকা থেকে চিরতরে সুন্দর বনের নাম মুছে ফেলে "বসিরহাট "নামের নতুন জেলার সাথে এক প্রকার জোর করে যুক্ত করে আদিবাসিদের বনাধিকার, সুন্দরবনের আবেগ ও ভালোবাসা থেকে চিরত্তরে বঞ্চিত করে বিশ্বের বিস্ময়, পরিবেশ ভারসাম্য রক্ষাকারী সুন্দর বনকে খন্ডিত করার পরিকল্পনা করা হচ্ছে, তারই অভিযোগ জানিয়ে আজ সাংবাদিক বৈঠক হয়।

২৯নং ওয়ার্ডে পৌরমাতা নির্মলা রাই এ উদ্যোগে ডেঙ্গু অভিযান

Image
ডেঙ্গু একটু হলেও কমেছে কলকাতাতে। জেলা স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে জাঁকিয়ে ঠান্ডা পড়লে ডেঙ্গুর হাত থেকে পুরোপুরি নিস্তার মিলবে। কিন্তু সেটা এখনও হয়নি। মাঝে মধ্যেই গরম লাগছে। তবে, ডেঙ্গি মোকাবিলা করার জন্য সারা বছর কাজ করে যেতে হবে। শুক্রবার ২৯নং ওয়ার্ডে উত্তর বাসুদেব পুর চৌধুরী পাড়ায়, পৌরমাতা নির্মলা রাই এ উদ্যোগে ডেঙ্গু অভিযান আয়োজিত হয়। এই দিন পৌরমাতা নির্মলা রাই নিজে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সবার সুবিধা অসুবিধার কথা শোনেন তিনি। এই দিন ২৯নং ওয়ার্ডে অলি গলিতে ব্লিচিং পাউডার তেল দেওয়া হয়। যে সব জায়গায়তে নোংরা আবর্জনা ভর্তি সেই সব জায়গায় গুলিতে পরিদর্শন করে পরিষ্কার করার নির্দেশ দেন তিনি। ওয়ার্ডে স্ট্রেকসমো কোম্পানি কৌটারে বাতুম গুলিতে নোংরা আব্বর্জনা ভর্তি থাকায়। এলাকার বাসিন্দারা পৌরমাতা কাছে অভিযোগ অভিযোগ জানালে, তিনি ওই দিন পরিষ্কার করার নির্দেশ দেন। এবং ওই জায়গায় এই দিন ব্লিচিং পাউডারও স্প্রে তেল দেওয়া হয়। তবে পৌরমাতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। কাছের মানুষ কাজের মানুষ নির্মলা রাই কে পেয়ে খুশি এলাকার মানুষ।