তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আতিবর রহমান মোল্লা উদ্যোগে আয়োজিত হল বিভিন্ন অনুষ্ঠান

শনিবার সর্বভারতী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্টা দিবস উপলক্ষে ২১নং ওয়ার্ডে কাউন্সিলার আতিবর রহমান মোল্লা উদ্যোগে হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুঃস্থ ব্যক্তিদের শীত বস্ত্র বিতরণ এবং ইমাম /পুরোহিত ও বয়স জ্যোষ্ট তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা প্রদান। সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরা স্টেশন রোড ২১নং ওয়ার্ড মহেশতোলায়।এই দিন বহু মানুষকে রক্ত দিতে দেখা যায়। শুধু তাই নয় যারা রক্ত দান করেন তাঁদের প্রত্যেকে একটি করে গিফট ও সার্টিফিকেট দেওয়া হয়। তবে এর পাশাপাশি গরীব দুঃস্থ বহু সাধারণ মানুষকে কম্বল দেওয়া হয়। কাজের মানুষ কাছের মানুষ আতিবর রহমান মোল্লা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। প্রতি বছরে মতো এ বছরও ধুমধাম করে পালিত হল এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সক্রিয় ভূমিকায় দেখা যায় পৌরপিতা আতিবর রহমান মোল্লাকে। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দুলাল চন্দ্র মহাশয়, তাপস চক্রবর্তী, শেখ নাসিরুদ্দিন, আবজল মন্ডল, অভিজিৎ, শ্রীজিৎ ঘোষ, এছাড়াও ছিলেন বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা ও পৌরমাতা সহ্য দলের বিভিন্ন কর্মীরা।