সুন্দরবন আদিবাসি জাগরণ সমিতি উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে বৈঠক

"সুন্দরবন জেলার গঠনের নামে সুন্দরবনের প্রকৃত রূপকার আদিবাসিরা যাতে সুন্দরবনের বনাধিকার, আবেগ ও ভালোবাসা থেকে বঞ্চিত না হয় সেই আবেদন জানিয়ে কলকাতা প্রেস ক্লাবে এটি সাংবাদিক বৈঠক হয় মঙ্গলবার। সুন্দরবন আদিবাসি জাগরণ সমিতি উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের মধ্যে দিয়ে তাঁদের মূল দাবী "সুন্দর বন " নাম ব্যবহার করে নতুন জেলা গঠন করতে চাইলে সুন্দরবনের মোট ১৯টি ব্লক নিয়েই "সুন্দর বন জেলা " গঠন করতে হবে। সাম্প্রতিক সুন্দর বনের মাত্র কয়েকটি ব্লক নিয়ে "সুন্দরবন জেলা "গঠনের নামে সুন্দর বনের আদিবাসি অধুষিত সুন্দর বনের অবিচ্ছেদ্য অংশ উপরোক্ত উত্তর ২৪ পরগনা জেলার ও টি ব্লক এলাকা থেকে চিরতরে সুন্দর বনের নাম মুছে ফেলে "বসিরহাট "নামের নতুন জেলার সাথে এক প্রকার জোর করে যুক্ত করে আদিবাসিদের বনাধিকার, সুন্দরবনের আবেগ ও ভালোবাসা থেকে চিরত্তরে বঞ্চিত করে বিশ্বের বিস্ময়, পরিবেশ ভারসাম্য রক্ষাকারী সুন্দর বনকে খন্ডিত করার পরিকল্পনা করা হচ্ছে, তারই অভিযোগ জানিয়ে আজ সাংবাদিক বৈঠক হয়।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা