মহিলা সেলের ভাইন্স প্রেসিডেন্ট শাবনাম বিবি উদ্যোগ রেশন দেওয়া সাধারণ মানুষকে

মহিলা সেলের ভাইন্স প্রেসিডেন্ট শাবনাম বিবি উদ্যোগে মেট্রিয়া বুশ রাজা বাগান অঞ্চলে বহু হকার্স ও সবজি ব্যবসায়ী সাধারণ মানুষকে রেশন দেওয়া হয় বুধবার। চাল, আটা ডাল মশলা সহ্য বেশ কিছু জিনিস তুলে দেওয়া হয় দুস্থ মানুষদের হাতে। শুধু তাই নয় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যাতে পাওয়া যায় সেই জন্য এই দিন কার্ডের ফর্ম ফিলাপও করা হয়। তবে শাবনাম দিদি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বহু মানুষ। এই ধরনের কাজ নতুন নয় এর আগে বহু অসহায় মানুষের পাশে সাহায্য এ হাত বাড়িয়ে দিতে দেখা গেছে শাবনাম দিদিকে। পুজোর সময় কখন তাকে দেখা গেছে বস্ত্র বিতরণ করতে। আবার কখন বা দেখা যায় অসহায় মেয়েদের পাশে দাঁড়াতে। দিনকে দিন মানুষের কাছের মানুষ কাজের মানুষ হয়ে উঠছে মহিলা সেলের ভাইন্স প্রেসিডেন্ট শাবনাম বিবি।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা