শনিবার জলসা ইসলাহ ই মুশ্রহ আয়োজিত হয় কারবালা মসকতে

মানুষ অহংকার থেকে মুক্ত হয়ে একে ওপরকে সন্মানের মধ্যে দিয়ে মানুষ নিজেকে আদর্শ হিস্যাবে গড়ে তুলবে। সমাজকে সুন্দর পথ দেখাবে এটাই হল একজন আদর্শ মানব ধর্ম। যে ধর্ম সমস্ত মানুষের মধ্যে থাকা উচিত। কোরান, গীতা, বাইবেল সমস্ত গ্রন্থ এ এই মানব ধর্ম টি বেশি প্রাধান্য পেয়েছে। শনিবার মহম্মদ তাহির আরজান শাহী, মহম্মদ সরফরাজ আরজান শাহী, মোঃ কামাল আরজান শাহী, মোঃ কালিমা আরজান শাহী উদ্যোগে আয়োজিত হল জলসা ইসলাহ ই মুশ্রহ। রাতভোর জলসা ছিল জমজমাট। মানুষ কিভাবে একজন আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলবে এটাই ছিল তাঁদের আসল বার্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমীন ই তারেকাত সয়েদ শাহ, হাসিন আহমেদ, খাঁকোয়াহ হয়রত দ্বিওয়ান শাহ আরজানি জনাব জাভেদ আখতার, মৌকড়ির জনাব শাহীদ নিজমি, সহ্য আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয় কারবাল মসক সন্নিকটে ওপর।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা