২৯নং ওয়ার্ডে পৌরমাতা নির্মলা রাই এ উদ্যোগে ডেঙ্গু অভিযান
ডেঙ্গু একটু হলেও কমেছে কলকাতাতে। জেলা স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে জাঁকিয়ে ঠান্ডা পড়লে ডেঙ্গুর হাত থেকে পুরোপুরি নিস্তার মিলবে। কিন্তু সেটা এখনও হয়নি। মাঝে মধ্যেই গরম লাগছে। তবে, ডেঙ্গি মোকাবিলা করার জন্য সারা বছর কাজ করে যেতে হবে। শুক্রবার ২৯নং ওয়ার্ডে উত্তর বাসুদেব পুর চৌধুরী পাড়ায়, পৌরমাতা নির্মলা রাই এ উদ্যোগে ডেঙ্গু অভিযান আয়োজিত হয়। এই দিন পৌরমাতা নির্মলা রাই নিজে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সবার সুবিধা অসুবিধার কথা শোনেন তিনি। এই দিন ২৯নং ওয়ার্ডে অলি গলিতে ব্লিচিং পাউডার তেল দেওয়া হয়। যে সব জায়গায়তে নোংরা আবর্জনা ভর্তি সেই সব জায়গায় গুলিতে পরিদর্শন করে পরিষ্কার করার নির্দেশ দেন তিনি। ওয়ার্ডে স্ট্রেকসমো কোম্পানি কৌটারে বাতুম গুলিতে নোংরা আব্বর্জনা ভর্তি থাকায়। এলাকার বাসিন্দারা পৌরমাতা কাছে অভিযোগ অভিযোগ জানালে, তিনি ওই দিন পরিষ্কার করার নির্দেশ দেন। এবং ওই জায়গায় এই দিন ব্লিচিং পাউডারও স্প্রে তেল দেওয়া হয়। তবে পৌরমাতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। কাছের মানুষ কাজের মানুষ নির্মলা রাই কে পেয়ে খুশি এলাকার মানুষ।
Comments