সোমবার শংঙ্করপুর মাজারে আয়োজিত হল উরুষ।

সোমবার শংঙ্করপুর মাজারে আয়োজিত হল উরুষ। সারারাত ধরে চলে জলসা। আলোর রসনাইতে সেজে উঠেছিল উরুষ। লোকজনের আনাগোনা থেকে বিভিন্ন দোকানপাঠে কমতি ছিল না কিছুই। এই দিনের এই অনুষ্ঠানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। তবে এই অনুষ্ঠানে মধ্যে মানুষকে পরিষেবা দিতে দেখা যায় ডক্টর এম. এ শাহ কে। তিনি এই দিন বিনামূল্যে ফ্রি মেডিক্যাল চেকাপ ক্যাম্পে আয়োজিত করেন। এবং তার সহযোগিতায় ছিলেন মিনু শাড়ি। করোনা থেকে বিভিন্ন সময় অসহ্রাস মানুষের পাশে সহযোগীতায় করতে দেখা যায় তাকে। বিভিন্ন জায়গায় তিনি এই বিনামূল্যে হেলথ চেকাপ ক্যাম্প করেন মানুষের জন্য। তবে এই দিন আরও একজনকে বিশেষ ভূমিকায় দেখা যায় তাকে। তিনি হলেন তাসকিন শাহ ওয়ার্শীকে। তিনি নিজের হাতে বিশিষ্ট মানুষজনকে সংবর্ধনা দেন। তার এই সংবর্ধনা পেয়ে খুশি হয় অনেকেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংগিলে শাহ ওয়ার্ষি, বেতাপ আলী ওয়ার্ষি আলকুলা শাহ ওয়ার্ষি, ডক্টর সীমা সিং, ডক্টর এম ওয়ার্ষি, ডক্টর গজালা আনয়ার, তারানুম খাতুম ওয়ার্ষি, তামানা খাতুন ওয়ার্ষি সহ্য আরও অনেকে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা