কসবা পাখি প্রদর্শনী, বসে আঁকা প্রতিযোগিতা, ও যোগাশন প্রতিযোগিতা উদ্ভোধনী অনুষ্ঠান হল বৃহস্পতিবার
বৃহস্পতিবার কসবা স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র রোটারি ক্লাব অফ সানসিটি ও ডা: বিধানচন্দ্র রায় মেমোরিয়াল ফাউন্ডেশনের পরিচালনায় পাখি প্রদর্শনি, যোগাসন প্রতিযোগিতা, ও বসে আঁকা প্রতিযোগিতায় উদ্ভোধনী অনুষ্ঠান হয়ে গেল এইদিনে! সমগ্র অনুষ্ঠান সহযোগিতা করেছেন রেনে! তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে! তবে এই প্রদর্শনি অনুষ্ঠানে থাকছে রঙিন মাছ ও বিভিন্ন ধরনের বিদেশী পাখি! যা দর্শকদের মন কেড়ে নেবে! তবে সমগ্র অনুষ্ঠানে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে সংস্থার সেগেটারি সন্দীপ পালকে! তিনি নিজের হাতে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার বিজনলাল মুখ্যোর্জি, ডক্টর কে কে মল্লিক, ওসি সৈকত নিয়োগী, রামন্দ্রমোহন চৌধুরী, শ্যামল ঘোষ, দিলীপ নারায়ণ সাহা, প্রেসিডেন্ট রাঘবেন্দ্র রায় চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট অশীষ বিশ্বাস, প্রধান পৃষ্টপোষক দীপক রজন সহ্য আরও অনেকে!