Posts

Showing posts from January, 2022

কসবা পাখি প্রদর্শনী, বসে আঁকা প্রতিযোগিতা, ও যোগাশন প্রতিযোগিতা উদ্ভোধনী অনুষ্ঠান হল বৃহস্পতিবার

Image
বৃহস্পতিবার কসবা স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র রোটারি ক্লাব অফ সানসিটি ও ডা: বিধানচন্দ্র রায় মেমোরিয়াল ফাউন্ডেশনের পরিচালনায় পাখি প্রদর্শনি, যোগাসন প্রতিযোগিতা, ও বসে আঁকা প্রতিযোগিতায় উদ্ভোধনী অনুষ্ঠান হয়ে গেল এইদিনে! সমগ্র অনুষ্ঠান সহযোগিতা করেছেন রেনে! তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে! তবে এই প্রদর্শনি অনুষ্ঠানে থাকছে রঙিন মাছ ও বিভিন্ন ধরনের বিদেশী পাখি! যা দর্শকদের মন কেড়ে নেবে! তবে সমগ্র অনুষ্ঠানে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে সংস্থার সেগেটারি সন্দীপ পালকে! তিনি নিজের হাতে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার বিজনলাল মুখ্যোর্জি, ডক্টর কে কে মল্লিক, ওসি সৈকত নিয়োগী, রামন্দ্রমোহন চৌধুরী, শ্যামল ঘোষ, দিলীপ নারায়ণ সাহা, প্রেসিডেন্ট রাঘবেন্দ্র রায় চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট অশীষ বিশ্বাস, প্রধান পৃষ্টপোষক দীপক রজন সহ্য আরও অনেকে!

প্রজাতন্ত দিবস উপলক্ষে পতাকা উত্তলন করলেন সাগ্রীর আহমেদ ওয়ারিস (বাবা ) এবং পরেশ পাল

Image
জুমে আজাদী 26 জানুয়ারি 2022 প্রজাতন্ত দিবস উপলক্ষে সাগ্রীর আহমেদ ওয়ারিস (বাবা ) এবং বিধায়ক পরেশ পাল 29নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায় পতাকা উত্তলন করলেন! কাজের মানুষ কাছের মানুষ বিধায়ক পরেশ পাল কে খুশি এলাকার মানুষ! পুষ্প বৃষ্টি করে বিধায়ক পরেশ পাল ও সাগ্রীর আহমেদ ওয়ারিস কে স্বাগত জানাতে ভোলেনি এলাকার মানুষ! শুধু তাই নয় ছোট ছোট ছেলে মেয়েদের হাতে লেজেন্স দিয়ে ভালবাসার এক বার্তা দেন তারা! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াস, রাজু, স্বপ্না দাস, শাকিল মোহুমদ সেলিম সহ্য আরও অনেকে!

কমল সুনকরে উদ্যোগে আয়োজিত হল বৈষ্ণন্য দেবী মাতারানী পুজো

Image
মঙ্গলবার 217 রবীন্দ্র সরনী যমুনা ভাবনে ধুমধাম করে পুজো হয়ে গেল বৈষ্ণন্য দেবী মাতারানী! উদ্যোক্তা কমল সুনকরে উদ্যোগে এই পুজো আয়োজিত হয়! পুজো পাশাপাশি চলে গান, নৃত্য! তবে এই দিনের পুজোতে সক্রিয় ভাবে অতিথি আপায়ন থেকে শুরু করে পুজো যাবতীয় কাজ নিজের হাতে সামলান কমল সুনকর সস্ত্রীক পিঙ্কি সুনকর কে! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে! ভোলা সুনকর, দীনেশ পান্ডে, মনোজ ত্রিবেদী, মিন্টু সিং, গোবিন্দ দাস, সহ্য আরও বিশিষ্ট জনেরা!

নেতাজি ষ্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা

Image
এবার 23 জানুয়ারি উপলক্ষে নেতাজি ষ্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠান! তবে শুধু আঁকা প্রতিযোগিতা নয় সাথে ছিল সংস্কৃতি অনুষ্ঠান! এই দিনে সারা দিন ব্যাপী অনুষ্ঠানটি চলে! খিদিরপুর বিকি রোড়ে সর্নিকটে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়! এই দিনে বহু দূর থেকে আসা ছোট ছোট ছেলে মেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে! তবে এই দিন মহম্মদ আয়ুগ এর স্মৃতি স্বরনে 10 মিনিট নীরবতা পালন করে তার আত্মা শান্তি কামনা করে অনুষ্ঠানটি শুরু হয়! তবে এই অনুষ্ঠানে বিশেষ সক্রিয় ভূমিকায় ছিলেন সমাজসেবী আসগার হোসেন! সমগ্র অনুষ্ঠানটি তিনিই নেতৃত্ব দেন! তবে এই দিন করোনার কথা মাথায় রেখে দূরত্ব মেনন্টেন করে অনুষ্ঠানটি করা হয়! যার জন্য প্রত্যেক অভিভাবক এই অনুষ্ঠানে তাঁদের ছেলে মেয়ে অংশগ্রহণ করায় খুবই খুশি তারা!

গ্রেটার বড়বাজার একতা মঞ্চ ও রাজস্থান ইউভা মঞ্চে পরিচালনায় আয়োজিত হল কো ভ্যাকসিনে টিকা দেওয়া অনুষ্ঠান

Image
শনিবার গ্রেটার বড়বাজার একতা মঞ্চ ও রাজস্থান ইউভা মঞ্চে পরিচালনায় এবং বিবেক গুপ্তা নির্দেশে একটি কো ভ্যাকসিনের টিকা দেওয়া অনুষ্ঠানে আয়জন করা হয়! যেখানে বহু মানুষকে এই দিন টিকা দেওয়া হয়! শুধু তাই নয় টিকা দেওয়া সাথে সাথে ফলও বিতরণ করা হয়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার রিতা চৌধুরী, নরেন্দ্র সিংগ্রালিয়া, সন্দীপ সিং রাজেশ সিংহা, সুমিত ক্যারিতোয়াল, সোনু শর্মা, কিষানজিৎ, হরিনারায়ণ ভাট্টরা, অনীশ পোদ্দার, রঘুনাথ আগোয়াল সহ্য আরও অনেকে!

ইয়াং ন্যাশনাল ওয়েল ফেয়্যার সোশ্যাইটি পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির

Image
এবার 23 জানুয়ারি উপলক্ষে রক্তদান শিবির ক্যাম্প হয়ে গেলো ইয়াং ন্যাশনাল ওয়েল ফেয়্যার সোসাইটি পরিচালনায়! প্রেসিডেন্ট নরেশ চৌধুরী উদ্যোগে এই রক্তদান শিবির প্রতিবছরই আয়োজন করা হয়! বড়বাজার বাঁশতোলার সর্নিকটে! এই দিন বহু মানুষ রক্ত দান করেন! শুধু তাই নয়! যারা যারা রক্ত দিয়েছে তাঁদের প্রত্যেকেই দেওয়া হয় একটি করে স্টিলের বালতি! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, কাউন্সিলার বিজয় ওঝা, নরেশ চৌধুরী, কবিতা গুপ্তা, রাহুল পোদ্দার, হরিচরণ শংকর, রাজা শর্মা, কানিয়া প্যাটেল সহ্য আরও অনেকে!

কংগ্রেস AICWC প্রেসিডেন্ট শাবনাম বিবি উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান

Image
এবার কম্বল বিতরণ করতে গিয়ে বাঁধার সমুখীন হলেন কংগ্রেসের AICWC এর প্রেসিডেন্ট শাবনাম বিবি! রবিবার মেট্রিয়াবুশ রাজার হাট মোড়ে বেলা 1 সময় কম্বল বিতরণের আয়োজন করা হয়! কিন্তু সেই অনুষ্ঠান করানোর জন্য অনেক আগে থেকেই থানার পারমিশন করানো ছিল! কিন্তু তবুও তাঁদের এই অনুষ্ঠান করতে দেওয়া হল না! তারা আরও বলেন শপিং মল থেকে শুরু করে বাজার ট্রেন বাসে সব জায়গায় জমায়েত হচ্ছে! কিন্তু আমাদের অনুষ্ঠানের বেলা এই সমস্যা! তবে এই দিন ওই এলাকায় এই অনুষ্ঠান করতে না দেওয়ায়! 141 নং ওয়ার্ডে বিরজুনালা শ্মশান ঘাটে সর্নিকোর্টে এক ময়দানে তারা এই অনুষ্ঠান চালিয়ে যান রবিবার! এই দিন গরীব দুস্থ বহু মানুষের হাতে কম্বল তুলে দেন তারা! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট শাবনাম বিবি, আতিফ সাহা, আনোয়ার হোসেন, রেহান আহমেদ সহ্য আরও অনেকে!

সাওরমল আগ্রয়ালে উদ্যোগে মাস্ক বিতরণ

Image
বিগত কয়েক বছর ধরে করোনার দাপটে জ্বলছে গোটা বিশ্ববাসী! প্রতি নিয়ত আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে দেশ থেকে দেশান্তরে! নাজেহাল গোটা বিশ্ববাসী! তবুও মানুষের সচেতনতা নেই! এখনও রাস্তায় মাস্কবিহীন থাকতে দেখা যায় অনেকেরই! দূরত্ব বজায় রাখাতো দূরে কথা! বিভিন্ন ফেস্টিবেলে মানুষের জমায়েত দেখা যায় চোখের পড়ার মতো! শনিবার জোড়াসাঁকো রবীন্দ্র সরনি সর্নিকোর্টে বিধায়ক বিবেক গুপ্তা নির্দেশে তৃণমূল নেতা সাওরমল আগ্রয়াল এ উদ্যোগে এই দিনে মাস্ক ও স্যানিটাইজ বিতরণ করা হয়! বহু সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেন এই দিন! তিন দিন ব্যাপী এই ধরনের সামাজিক মূলক কাজ করছেন্ তারা! তবে এই দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা প্রগতিশীল হকার ইউনিয়নের চেয়্যারম্যান রঘুনাথ আগ্রয়াল, সৌরভ দাস, নরেন্দ্র সিঙ্গালিয়া, সন্দীপ সিং, জেপি সুনকর, বিবেক শুনকর, রিতা সিঙ্গালিয়া, রেখা পান্ডে সহ্য আরও অনেকে!