নেতাজি ষ্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা
এবার 23 জানুয়ারি উপলক্ষে নেতাজি ষ্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত হল আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠান! তবে শুধু আঁকা প্রতিযোগিতা নয় সাথে ছিল সংস্কৃতি অনুষ্ঠান! এই দিনে সারা দিন ব্যাপী অনুষ্ঠানটি চলে! খিদিরপুর বিকি রোড়ে সর্নিকটে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়! এই দিনে বহু দূর থেকে আসা ছোট ছোট ছেলে মেয়েরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে! তবে এই দিন মহম্মদ আয়ুগ এর স্মৃতি স্বরনে 10 মিনিট নীরবতা পালন করে তার আত্মা শান্তি কামনা করে অনুষ্ঠানটি শুরু হয়! তবে এই অনুষ্ঠানে বিশেষ সক্রিয় ভূমিকায় ছিলেন সমাজসেবী আসগার হোসেন! সমগ্র অনুষ্ঠানটি তিনিই নেতৃত্ব দেন! তবে এই দিন করোনার কথা মাথায় রেখে দূরত্ব মেনন্টেন করে অনুষ্ঠানটি করা হয়! যার জন্য প্রত্যেক অভিভাবক এই অনুষ্ঠানে তাঁদের ছেলে মেয়ে অংশগ্রহণ করায় খুবই খুশি তারা!
Comments