কংগ্রেস AICWC প্রেসিডেন্ট শাবনাম বিবি উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান
এবার কম্বল বিতরণ করতে গিয়ে বাঁধার সমুখীন হলেন কংগ্রেসের AICWC এর প্রেসিডেন্ট শাবনাম বিবি! রবিবার মেট্রিয়াবুশ রাজার হাট মোড়ে বেলা 1 সময় কম্বল বিতরণের আয়োজন করা হয়! কিন্তু সেই অনুষ্ঠান করানোর জন্য অনেক আগে থেকেই থানার পারমিশন করানো ছিল! কিন্তু তবুও তাঁদের এই অনুষ্ঠান করতে দেওয়া হল না! তারা আরও বলেন শপিং মল থেকে শুরু করে বাজার ট্রেন বাসে সব জায়গায় জমায়েত হচ্ছে! কিন্তু আমাদের অনুষ্ঠানের বেলা এই সমস্যা! তবে এই দিন ওই এলাকায় এই অনুষ্ঠান করতে না দেওয়ায়! 141 নং ওয়ার্ডে বিরজুনালা শ্মশান ঘাটে সর্নিকোর্টে এক ময়দানে তারা এই অনুষ্ঠান চালিয়ে যান রবিবার! এই দিন গরীব দুস্থ বহু মানুষের হাতে কম্বল তুলে দেন তারা! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট শাবনাম বিবি, আতিফ সাহা, আনোয়ার হোসেন, রেহান আহমেদ সহ্য আরও অনেকে!
Comments