ইয়াং ন্যাশনাল ওয়েল ফেয়্যার সোশ্যাইটি পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির
এবার 23 জানুয়ারি উপলক্ষে রক্তদান শিবির ক্যাম্প হয়ে গেলো ইয়াং ন্যাশনাল ওয়েল ফেয়্যার সোসাইটি পরিচালনায়! প্রেসিডেন্ট নরেশ চৌধুরী উদ্যোগে এই রক্তদান শিবির প্রতিবছরই আয়োজন করা হয়! বড়বাজার বাঁশতোলার সর্নিকটে! এই দিন বহু মানুষ রক্ত দান করেন! শুধু তাই নয়! যারা যারা রক্ত দিয়েছে তাঁদের প্রত্যেকেই দেওয়া হয় একটি করে স্টিলের বালতি! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, কাউন্সিলার বিজয় ওঝা, নরেশ চৌধুরী, কবিতা গুপ্তা, রাহুল পোদ্দার, হরিচরণ শংকর, রাজা শর্মা, কানিয়া প্যাটেল সহ্য আরও অনেকে!
Comments