কমল সুনকরে উদ্যোগে আয়োজিত হল বৈষ্ণন্য দেবী মাতারানী পুজো
মঙ্গলবার 217 রবীন্দ্র সরনী যমুনা ভাবনে ধুমধাম করে পুজো হয়ে গেল বৈষ্ণন্য দেবী মাতারানী! উদ্যোক্তা কমল সুনকরে উদ্যোগে এই পুজো আয়োজিত হয়! পুজো পাশাপাশি চলে গান, নৃত্য! তবে এই দিনের পুজোতে সক্রিয় ভাবে অতিথি আপায়ন থেকে শুরু করে পুজো যাবতীয় কাজ নিজের হাতে সামলান কমল সুনকর সস্ত্রীক পিঙ্কি সুনকর কে! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে! ভোলা সুনকর, দীনেশ পান্ডে, মনোজ ত্রিবেদী, মিন্টু সিং, গোবিন্দ দাস, সহ্য আরও বিশিষ্ট জনেরা!
Comments