সাওরমল আগ্রয়ালে উদ্যোগে মাস্ক বিতরণ
বিগত কয়েক বছর ধরে করোনার দাপটে জ্বলছে গোটা বিশ্ববাসী! প্রতি নিয়ত আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে দেশ থেকে দেশান্তরে! নাজেহাল গোটা বিশ্ববাসী! তবুও মানুষের সচেতনতা নেই! এখনও রাস্তায় মাস্কবিহীন থাকতে দেখা যায় অনেকেরই! দূরত্ব বজায় রাখাতো দূরে কথা! বিভিন্ন ফেস্টিবেলে মানুষের জমায়েত দেখা যায় চোখের পড়ার মতো! শনিবার জোড়াসাঁকো রবীন্দ্র সরনি সর্নিকোর্টে বিধায়ক বিবেক গুপ্তা নির্দেশে তৃণমূল নেতা সাওরমল আগ্রয়াল এ উদ্যোগে এই দিনে মাস্ক ও স্যানিটাইজ বিতরণ করা হয়! বহু সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেন এই দিন! তিন দিন ব্যাপী এই ধরনের সামাজিক মূলক কাজ করছেন্ তারা! তবে এই দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা প্রগতিশীল হকার ইউনিয়নের চেয়্যারম্যান রঘুনাথ আগ্রয়াল, সৌরভ দাস, নরেন্দ্র সিঙ্গালিয়া, সন্দীপ সিং, জেপি সুনকর, বিবেক শুনকর, রিতা সিঙ্গালিয়া, রেখা পান্ডে সহ্য আরও অনেকে!
Comments