Posts

Showing posts from September, 2021

ফারুক ( আরজু ) নামে এক দুষ্কৃতী বিরুদ্ধে জোর করে দোকান বন্ধ করার অভিযোগ তুলল দোকানদারা

Image
এবার মোহুমদ ফারুক ( আরজু ) নামে এক দুষ্কৃতী বিরুদ্ধে জোর করে দোকান বন্ধ করার অভিযোগ তুলল কয়েকজন দোকানদারা!90 B, মদন মোহন বর্মন স্ট্রিটে, জানে আলম, ও মোহুমদ ঈসাদ হোসেন নামে দোকানদারা জানান ওই দুষ্কৃতী বেশ কয়েকদিন ধরে জোর করে দোকানের সামনে বড় বড় ঢাম রেখে দোকান বন্ধ করার চেষ্টা করে! ঢাম সরানোর কথা বলে! তাঁদের কে দেখে নেওয়ার হুমকি দেয় ওই দুষ্কৃতী! সূত্রের খবর এই ধরনের সমাজবিরোধী কাজে কোর্ডিনেটর জসিমুদ্দিনের প্ররোচনায় এই কাজ হচ্ছে বলে জানায় তারা! তারা আরও বলে এই সমস্যা কথা পুলিশকে জানানো হলেও কোন প্রতিকার মেলেনি!

রবিবার cr ইভিনিউ এভারগ্রিন স্পোটিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি পরিচানায় রক্তদান শিবির

Image
রবিবার cr এভিনিউ এভারগ্রিন স্পোটিং ক্লাব ওয়েল ফেয়ার সোসাইটি পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির! চিত্রঞ্জন ইভিনিউ সনিকটে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! বিজয় সিং ও নূরআলম চৌধুরী স্মৃতি স্বরণে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়, সৌগত রায়, সঞ্জয় বক্সী, কোর্ডিনেটর রেহানা খাতুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, সহ্য আরও অনেকে! উদ্যোগতা সাধারণ সম্পাদক জায়েদ লাতিফ জানান এ বছর নিয়ে প্রায় কুড়ি বছরে পদার্পন করল তাদের এই অনুষ্ঠান! তিনি আরও বলেন তাঁদের এই ক্যাম্পে প্রায় বহু মানুষ রক্ত দিয়েছে!

শেষপর্যন্ত সোনাক্ষীই হচ্ছেন সালমানের স্ত্রী!

Image
বিনোদন ডেস্ক- নানা জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত সোনাক্ষী সিনহাকে দেখা যাবে সালমানের স্ত্রীর চরিত্রে। কি অবাক লাগছে শুনতে? কারণ বড় পর্দায় আবার আসছে ‘দাবাং’। এবারও সেই সালমান খান এবং সোনাক্ষী সিনহা-র জুটিকেই দর্শকরা দেখতে পাবেন ‘দাবাং থ্রি’-র ফ্রেমে। ‘দাবাং’ সিক্যুয়ালের দুটি ছবিতেই রয়েছেন সোনাক্ষী সিনহা। তবে এই সিক্যুয়ালের পরবর্তী ছবিতে সোনাক্ষী থাকবে কি-না তা নিয়ে অনেকটা ঘোলাটে ছিল। তবে শেষ পর্যন্ত নতুন ছবিতেও দেখা যাবে তাকে। এ বছরের এপ্রিল থেকেই দাবাং থ্রি’র শুটিং শুরু হবে বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি ‘কলঙ্ক’-এর শুটিং করে মুম্বাইতে ফিরেছেন সোনাক্ষী। এরপর অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’-ও রয়েছে তার ঝুলিতে। সেইসঙ্গে এবার ‘দাবাং থ্রি’র জন্য প্রস্তুতি শুরু করলেন সোনাক্ষী সিনহা। যদিও দাবাং থ্রি নিয়ে সালমান খান নিজে কিছু না বললেও আরবাজ খান এরইমধ্যে দাবাং থ্রির শুটিং শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন। এদিকে দাবাং থ্রির আগে আপাতত ‘ভারত’ নিয়ে ব্যস্ত সালমান খান। পরিচালক আলী আব্বাস জাফরের এই সিনেমায় সালমান খানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। দিশা পাটানি ও সুনীল গ্রোভারও রয়েছেন সালমান খানের ‘ভারত’...

সমাজসেবী সমিতি গণেশ পুজো 17 বছরে পদার্পন করল

Image
সমাজসেবী সমিতি উদ্যোগে গণেশ পুজো পালিত হল ধুমধাম করে! তিন দিন ব্যাপী খাওয়া দাওয়া নাচ গান করে উৎসবে মাতলেন ছোট থেকে বড় সবাই! রবিবার ছিল ঠাকুর বিসর্জনে পাল্লা! ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেলেরে গণেশ পুজো বিজয় দশমী ছিল চোখে পড়ার মতো! শেষ দিনে সবাই কে মিষ্টি মুখ করিয়ে বিজয়দশমী সমাপ্তি করেন পুজো কমিটি সদ্যসরা! এই পুজো উদ্যোগে রয়েছেন নরেন্দ্র শর্মা, সুরাজ পান্ডে, আনন্দ সিং মুকুন্দ সিং, মহুমদ আদিল, রাজা মিশ্রা, দিলীপ সিং, বিনোদ ওঝা, রাম প্রসাদ, ভারতী শর্মা সহ আরও অনেকে

মঙ্গলবার দুয়ারে সরকারে প্রকল্পের ফর্ম দেওয়া হয় 138 নং ওয়ার্ডে

Image
আবারও নতুন ভাবে দুয়ারে সরকারে প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে রাজ্যে বিভিন্ন জায়গায়! ঠিক তেমনি 138 নং ওয়ার্ডে দুয়ারে সরকারে প্রকল্পের ফর্ম দেওয়া হয় মঙ্গলবার! পূর্বাসা স্কুলে ফর্ম দেওয়া হয়! এই দিন বহু মানুষ ফর্ম নেন! এবং বিধায়ক আব্দুল্লা খালেক মোল্লা নিজে দাঁড়িয়ে থেকে মানুষের সুবিধা অসুবিধা কথা শোনে! তবে এই দিন ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুল্লা খালেক মোল্লা, ববি মোল্লা, শিক্ষিকা মঞ্জু সহ্য আরও অনেকে!

সোমবার গ্রান্ড ওপেনিং হয়ে গেলো বাসন্তী ফ্যাশন হাউসে

Image
পুজো মাত্র আর কয়েক দিন বাকি! তাই এবার পুজো মুখেই গ্রান্ড ওপেনিং হল বাসন্তী ফ্যাশন হাউসে! সোমবার কলেজ স্ট্রিট বর্ণপরিচয় মার্কেট দোকান নাম্বার 104! এই দিন উদ্ভোধন হয়! মেয়েদের চুড়িদার, কুত্তি, প্লাজ, লেহেঙ্গা থেকে শুরু করে ছেলেদের ইন্ডিয়ান ওয়েস্টটান ও পাওয়া যায় এই দোকানে! দোকানের ওনার সুজয় প্রামানিক জানায় পুজোর জন্য মাত্র 50% ডিসকাউন্ট পাওয়া যাবে এই দোকান থেকে! উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী স্বপন কুমার দত্ত, জয়েন্ট কমিশনার মিনাল কান্তি গায়েন

তৃণমূল কংগ্রেসে পক্ষ থেকে রতন সরকার গার্ডেন স্ট্রিটে আয়োজিত হল টিচার্স ডে

Image
রবিবার 23 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিচার্স ডে আয়োজন করা হয়! রতন সরকার গার্ডেন স্ট্রিটে এই অনুষ্ঠানে আয়োজিত হয়! যেখানে গণ্যমান্য ব্যক্তিদের কে সম্ভধনা দেওয়া হয়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক দেবানন্দ্র ঝাঁ, উষাকার ঝাঁ, সতেন্দ্রনাথ পান্ডে, আদ্রিত ঝাঁ, রঘুনাথ আগোয়াল, সন্দীপ সিং সহ আরও অনেকে!

ভারতীয় রেলওয়ে মাল গুদাম সমীকরণ সংঘে পঞ্জীকরণ উদ্ভোধনী অনুষ্ঠান হল রবীন্দ্র ভবনে

Image
*আজ 4-Sep-21 তারিখে,বারাসাতের রবীন্দ্র ভবনে, পূর্ব রেলওয়ে Zone এর পার্শ্ববর্তী রেল ওয়ে গুদামে কর্মরত শ্রমিকদের আনুষ্ঠানিক নিবন্ধনের জন্য সংগঠন এর সর্ব ভারতীয় সম্পাদক শ্রী অরুণ কুমার পাসওয়ানের সভাপতিত্বে পঞ্জিকরণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মাননীয় লোকসভা সাংসদ - শ্রী জগদম্বিকা পাল জি এবং সংঘের মাননীয় জাতীয় ইনচার্জ শ্রী মনোরঞ্জন কুমার জি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। * জনসভায় ভাষণ দিতে গিয়ে, মাননীয় জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অরুণ কুমার পাসওয়ান বলেছিলেন যে রেলওয়ের আয়ের 67% মূল উৎস, যাকে ভারতের লাইফলাইন বলা হয়, রেলওয়ের মালামাল গুদাম, যেখানে লক্ষ লক্ষ টন পণ্য শ্রমিকদের দ্বারা প্রতিদিন loading and unloading করা হয়। এ থেকে এটা স্পষ্ট যে রেলওয়ে গুদামের শ্রমিকদের দেশ ও রেলওয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তা সত্ত্বেও শ্রমিকদের অবস্থা করুণ। অতএব, Sangh 1998 সাল থেকে সংঘ শ্রমিকদের অধিকার ও প্রাপ্য সুবিধার জন্য নিরন্তর লড়াই করে আসছে। এ ব্যাপারে রেলপথ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের সঙ্...