ফারুক ( আরজু ) নামে এক দুষ্কৃতী বিরুদ্ধে জোর করে দোকান বন্ধ করার অভিযোগ তুলল দোকানদারা
এবার মোহুমদ ফারুক ( আরজু ) নামে এক দুষ্কৃতী বিরুদ্ধে জোর করে দোকান বন্ধ করার অভিযোগ তুলল কয়েকজন দোকানদারা!90 B, মদন মোহন বর্মন স্ট্রিটে, জানে আলম, ও মোহুমদ ঈসাদ হোসেন নামে দোকানদারা জানান ওই দুষ্কৃতী বেশ কয়েকদিন ধরে জোর করে দোকানের সামনে বড় বড় ঢাম রেখে দোকান বন্ধ করার চেষ্টা করে! ঢাম সরানোর কথা বলে! তাঁদের কে দেখে নেওয়ার হুমকি দেয় ওই দুষ্কৃতী! সূত্রের খবর এই ধরনের সমাজবিরোধী কাজে কোর্ডিনেটর জসিমুদ্দিনের প্ররোচনায় এই কাজ হচ্ছে বলে জানায় তারা! তারা আরও বলে এই সমস্যা কথা পুলিশকে জানানো হলেও কোন প্রতিকার মেলেনি!