সমাজসেবী সমিতি গণেশ পুজো 17 বছরে পদার্পন করল

সমাজসেবী সমিতি উদ্যোগে গণেশ পুজো পালিত হল ধুমধাম করে! তিন দিন ব্যাপী খাওয়া দাওয়া নাচ গান করে উৎসবে মাতলেন ছোট থেকে বড় সবাই! রবিবার ছিল ঠাকুর বিসর্জনে পাল্লা! ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেলেরে গণেশ পুজো বিজয় দশমী ছিল চোখে পড়ার মতো! শেষ দিনে সবাই কে মিষ্টি মুখ করিয়ে বিজয়দশমী সমাপ্তি করেন পুজো কমিটি সদ্যসরা! এই পুজো উদ্যোগে রয়েছেন নরেন্দ্র শর্মা, সুরাজ পান্ডে, আনন্দ সিং মুকুন্দ সিং, মহুমদ আদিল, রাজা মিশ্রা, দিলীপ সিং, বিনোদ ওঝা, রাম প্রসাদ, ভারতী শর্মা সহ আরও অনেকে

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শনিবার নৃত্য শিল্পী সুচন্দ্রা ব্যানার্জী জন্মদিন উপলক্ষে নৃত্য অনুষ্ঠান