সোমবার গ্রান্ড ওপেনিং হয়ে গেলো বাসন্তী ফ্যাশন হাউসে

পুজো মাত্র আর কয়েক দিন বাকি! তাই এবার পুজো মুখেই গ্রান্ড ওপেনিং হল বাসন্তী ফ্যাশন হাউসে! সোমবার কলেজ স্ট্রিট বর্ণপরিচয় মার্কেট দোকান নাম্বার 104! এই দিন উদ্ভোধন হয়! মেয়েদের চুড়িদার, কুত্তি, প্লাজ, লেহেঙ্গা থেকে শুরু করে ছেলেদের ইন্ডিয়ান ওয়েস্টটান ও পাওয়া যায় এই দোকানে! দোকানের ওনার সুজয় প্রামানিক জানায় পুজোর জন্য মাত্র 50% ডিসকাউন্ট পাওয়া যাবে এই দোকান থেকে! উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী স্বপন কুমার দত্ত, জয়েন্ট কমিশনার মিনাল কান্তি গায়েন

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শনিবার নৃত্য শিল্পী সুচন্দ্রা ব্যানার্জী জন্মদিন উপলক্ষে নৃত্য অনুষ্ঠান