মঙ্গলবার দুয়ারে সরকারে প্রকল্পের ফর্ম দেওয়া হয় 138 নং ওয়ার্ডে
আবারও নতুন ভাবে দুয়ারে সরকারে প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে রাজ্যে বিভিন্ন জায়গায়! ঠিক তেমনি 138 নং ওয়ার্ডে দুয়ারে সরকারে প্রকল্পের ফর্ম দেওয়া হয় মঙ্গলবার! পূর্বাসা স্কুলে ফর্ম দেওয়া হয়! এই দিন বহু মানুষ ফর্ম নেন! এবং বিধায়ক আব্দুল্লা খালেক মোল্লা নিজে দাঁড়িয়ে থেকে মানুষের সুবিধা অসুবিধা কথা শোনে! তবে এই দিন ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুল্লা খালেক মোল্লা, ববি মোল্লা, শিক্ষিকা মঞ্জু সহ্য আরও অনেকে!
Comments