রবিবার cr ইভিনিউ এভারগ্রিন স্পোটিং ক্লাব ওয়েলফেয়ার সোসাইটি পরিচানায় রক্তদান শিবির
রবিবার cr এভিনিউ এভারগ্রিন স্পোটিং ক্লাব ওয়েল ফেয়ার সোসাইটি পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির! চিত্রঞ্জন ইভিনিউ সনিকটে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়! বিজয় সিং ও নূরআলম চৌধুরী স্মৃতি স্বরণে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়, সৌগত রায়, সঞ্জয় বক্সী, কোর্ডিনেটর রেহানা খাতুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, সহ্য আরও অনেকে! উদ্যোগতা সাধারণ সম্পাদক জায়েদ লাতিফ জানান এ বছর নিয়ে প্রায় কুড়ি বছরে পদার্পন করল তাদের এই অনুষ্ঠান! তিনি আরও বলেন তাঁদের এই ক্যাম্পে প্রায় বহু মানুষ রক্ত দিয়েছে!
Comments