রাজ্যে মুখ্যমন্ত্রী এক জন মিথ্যাচারি মিথ্যাশ্রী ভান্ডার নিয়ে ঘুরছে, এমনটাই বলেন তিয়াশা বিশ্বাস
রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাচারি। উনি মিথ্যাশ্রী ভান্ডার নিয়ে ঘুরে বেড়ায়। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব কিছু নষ্ট করছেন উনি। দিন দিন মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের দেশ কে অপমান করছেন। একটি বিক্ষোভ সভা থেকে এমনটাই বলেন এডভোকেট তিয়াসা বিশ্বাস
মন্ডল প্রেসিডেন্ট সোনারপুর উত্তর 2 নম্বর মন্ডলে।শুধু তাই নয় তিনি সাংসদ মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ে কুরুচিকর মন্তব্য নিয়ে এদিনে বিক্ষোভ সভা থেকে প্রতিবাদ জানায়।
বুধবার গড়িয়া বাজারে তিন মাথার মোড়ে যাদবপুর জেলা, সোনাপুর উত্তর ২নং মন্ডলে উদ্যোগে মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী মিত্র ভারত বিরোধী মন্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বক্তব্যরে পরিপ্রেক্ষিতে একটি বিক্ষোভ সভা করা হয়। এই বিক্ষোভ সভা থেকে মহুয়া মৈত্র, কল্যাণ বন্দোপাধ্যায় এ ছবি রাস্তায় ফেলে পা দিয়ে মাড়িয়ে এই দিন প্রতিবাদ জানানো হয়। শুধু তাই নয় মমতা বন্দোপাধ্যায়ে কুশ পুতুল দাও করা হয়।
Comments