চাকরি পরীক্ষা ভয় কাটাতে নব পরিবর্তন ধারা নিয়ে এলো এক ধরনের পরীক্ষা
চাকরি পরীক্ষায় বসতে অনেক ভয় পায়। কিভাবে ফর্ম ফিলাব করবো। কত কম সময়ে মধ্যে ওয়েমার সিট্ এ পরীক্ষা শেষ করা যায়। এই সব কিছুই নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটু কিন্তু কিন্তু থাকেই। শুধু তাই নয় তার পাশাপাশি যারা ইংরাজিতে কাঁচা তারা ইংরাজি ও অঙ্কতেও ভয়। তাই এবারে এই ভয় টা কে কাটাতেই এবং স্টুডেন্টদের ভীত মজবুত করতেই নব পরিবর্তন ধারা সংস্থা নিয়ে এলো একটি পরীক্ষা। যে পরীক্ষা মাধ্যমে ছেলে মেয়েরা ছোট থেকেই হয়ে ওঠবে দক্ষ। এই সংস্থার সেগেটারি দেবকুমার ঘোষ জানান আমরা এমন একটি পরীক্ষা ছেলে মেয়েদের কে বসাছি যার মাধ্যমে ছোট থেকেই আগামী দিনে বড় বড় পরীক্ষায় বসতে ভয় পাবে না স্টুডেন্টরা। বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে গিয়ে ওয়েমার স্ট্রিট ব্যবহার করতে হয়। আর আমরা এই পরীক্ষা মধ্যে স্টুডেন্ট কে এটাই শেখাচ্ছি। আমাদের এই পরীক্ষা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় ৪০ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এমনটাই বলেন তিনি।
Comments