মানবাধিকারে উদ্যোগে দীর্ঘ কয়েক বছরে একটি পারিবারিক সমস্যা সমাধান হতে চলেছে, বলেন অতীন্দ্র ঘোষ
মানুষের জন্য অনবরত কাজ করে চলেছে সি, পি, ডি, আর ইন্ডিয়া হিউম্যান রাইটস। সমস্যা থেকে বার করে মানুষকে সুরাহা দেওয়াই এক মাত্র কাজ এই সংগঠনে। এই সংগঠনের জেনারেল সেগেটারি মাননীয় অতীন্দ্র ঘোষ তিনি এই সংগঠন কে সাথে নিয়ে অনবরত মানুষরে জন্য কাজ করে চলছে যাতে অসহায় সাধারণ মানুষ একটু স্বস্তি ও সুরাহা পায়। অসুস্থ অবস্থায় তিনি থাকলেও কেউ যদি সমস্যা নিয়ে আসে সেই সমস্যা সমাধান করতে কাজে নেমে পড়েন তিনি। তেমনি একটি উদাহরণ হল দীর্ঘ কয়েক বছর ধরে একটি পারিবারিক সমস্যায় ভুগছিল একটি স্বামী স্ত্রী দাম্পত্য পরিবার।
সমাধান হচ্ছিলো না। মানবাধিকার সংগঠনে সেগেটারি অতীন্দ্র ঘোষ তিনি বলেন এই পারিবারিক সমস্যা কোনো আইনি সুরাহাও দেয়নি। ছেলে তরফ থেকে অভিযোগ করার পর এই ব্যাপার টা নিয়ে আমরা দুই তরফে বসি। কিছু প্রস্তাব আমরা তাঁদের কে দিই। তারা সেই প্রস্তাব গ্রহণ করেন। অতীন্দ্র ঘোষ এবং এই সংগঠনে আরও এক সদস্য সুস্মিতা তারা জানান এই সমস্যা সমাধান খুব তাড়াতাড়ি হতে চলেছে। এই ভাবেই মানুষরে জন্য কাজ করে চলেছে এরা।


Comments