ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশনে উদ্যোগে জলছত্র আয়োজন
অতি তাবহতাহের মধ্যে মানুষকে একটু স্বস্তি দিতে সোমবার একটি জলছত্র এ আয়োজন করলো ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশন। শুধু এই দিন নয় গরমে কথা মাথায় রেখে  প্রায় সময় এই ধরনের ক্যাম্প করছেন তারা। এই অর্গানাইজেশনে সমস্ত সদস্যবৃন্দরা মিলে হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে বহু দিন ধরে। সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী বলেন আমরা মানুষ এ জন্য সারা বছরই  কাজ করে থাকি। গত সপ্তাহে থেকে এই কাজ শুরু করেছি গরমের কথা মাথায় রেখে। আমরা মেন মেন জায়গায়  এই ক্যাম্প করছি। তবে তাঁদের এই কাজ কে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। 
অতি তাবহতাহের মধ্যে মানুষকে একটু স্বস্তি দিতে সোমবার একটি জলছত্র এ আয়োজন করলো ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী হেলথ অর্গানাইজেশন। শুধু এই দিন নয় গরমে কথা মাথায় রেখে  প্রায় সময় এই ধরনের ক্যাম্প করছেন তারা। এই অর্গানাইজেশনে সমস্ত সদস্যবৃন্দরা মিলে হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে বহু দিন ধরে। এই দিন পথচারি সমস্ত মানুষের সরবত বিতরণ করেন তারা।সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী বলেন আমরা মানুষ এ জন্য সারা বছরই  কাজ করে থাকি। গত সপ্তাহে থেকে এই কাজ শুরু করেছি গরমের কথা মাথায় রেখে। আমরা মেন মেন জায়গায়  এই ক্যাম্প করছি। তবে তাঁদের এই কাজ কে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।


Comments