দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসে কর্মী সম্মেলন হল কসবা রথতলা মাঠে

কুম্ভমেলা এতো মানুষ মরলো কিন্তু খবরে দেখাচ্ছে মাত্র ৩০জন। পুরোপুরি বলা যেতে ব্যাপার টা ধামা চাপা দিতে চাইছে। কিন্তু আমাদের বাংলায় গঙ্গা সাগর মেলায় পুরোটাই অন্য চিত্র দেখা যায়। কিভাবে সুরক্ষা দিয়ে অনুষ্ঠান করতে হয় সেটা বাংলা থেকে শেখা উচিত। প্রতি বছর গঙ্গা সাগর মেলায় এতো বড় মেলা হয়। একটা লোকের মৃত্যু খবর শোনা গেছে। গঙ্গা সাগর মেলা পুরো নিরাপত্তা চাঁদরে ঘেরা থাকে, বাইরে থেকে বহু লোক আসে আবার নিরাপত্তায় যায়।
এই ধরনের সমস্যা কখননই হয়নি, একটি কর্মীসভা থেকে এমনটাই বলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসে রাজনৈতিক কর্মী সম্মেলন হল কসবা রথতলা মাঠে। সমগ্র অনুষ্ঠানটি বিশেষ ভূমিকায় দেখা যায় পৌরমাতা চৈতালি চট্টোপাধ্যায়কে। তবে এই দিন প্রায়ই হাজারখানি মহিলা এই কর্মীসভায় যোগ দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়,সুব্রত বক্সি, পৌরপিতা বৈশ্বনর চট্টোপাধ্যায়, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে মহিলা কাউন্সিলারা।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা