62/16 বালিগঞ্জ সার্কুলার রোডে একটি পরিবারে সমস্যা পাশে দাঁড়িয়ে সমাধান করলেন CPDR হিউ ম্যান রাইটস

62/16 বালিগঞ্জ সার্কুলার রোড এ একটি ফ্ল্যাটে সিংঘালিয়া নামে একটি পরিবারে ওপরও হেনস্থা অভিযোগ উঠল তাঁদেরই নীচে প্লটের আরও এক বাসিন্দার ওপর। সিংঘালিয়াপরিবারে সদস্য পায়েল নামে এক মহিলা অভিযোগ করেন গত ৮,৯ মাস ধরে তাঁদের ফ্ল্যাটে নীচে বাসিন্দা এতোটাই সমস্যা ক্রিয়েটেট করছে তারা রীতিমত ভয়ে আতঙ্ককিতো। তিনি বলেন ফ্ল্যাটে নীচে গেট লাগতে দেয় না। সেগেন্ট ফ্লোরে ওই বাসিন্দা শুধু তাই নয় ছাদের ওপর বেশ কয়েকটি ভর্তি সিলিন্ডার রেখে দিয়েছে ইচ্ছা করে যেকোনো সময় বিপদ আসতে পারে।
পাশাপাশি তাঁদের কে কিছু বলতে গেলে রীতিমতো চিৎকার চেঁচামেচি ঝগড়া করে তারা এবং মেয়ে কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায় তারা এমনটাই অভিযোগ করেন ওই মহিলা তিনি আরও বলেন আমি পুলিশ কে জানানো পরও কোনো সুরাহা হয়নি। পড়ে সি, পি, ডি আর হিউম্যান রাইস কে জানানোর পর তারা আসেন এবং একটি আলোচনা করতে চাইলেও তাঁদের কথাও শোনেনি। মঙ্গলবার আবারও মানবাধিকার কমিশন আসেন এবং সমস্যার যাতে সুরাহা সেদিকে নজর দেন এবং থানায় দ্বিতীয় বারে মত অভিযোগ জানানো পর পুলিশ জানায় তারা এর কিছু একটা ব্যবস্থা নেবেন যাতে সমস্যার সমাধান হয়।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা