টেস্টি রেস্টুরেন্টে নিয়ে এলো আনলিমিটেড ভুঁড়িভোজ
ক্রিসমাস মাত্র আর কয়েক টা দিন বাকি। বড় দিন মানেই খাওয়া দাওয়া ভুরিভোজ ঘোরা আড্ডা। দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্ট এ ভিড়। মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে খাবার উপভোগ করছে। এবার তারই মাঝে টেস্টি রেস্টুরেন্ট ব্যান্ডেল ইউনিট নিয়ে এলো উইন্টার ওয়ান্ডারল্যান্ড বুফেট। আনলিমিটেড বুফেট। ১৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলছে এই ভুরিভোজ। আছে বিভিন্ন ধরনের সুস্বাদ্ধ খাবার। তাহলে আসতে হবে টেস্টটি রেস্টুরেন্টে বান্ডেল ইউনিটে।
Comments