রবিবার অশোক শর্মা বাগান বাড়ি আয়োজিত হল সেটা পিকনিক
বড় দিন মানেই ঘোড়া, খাওয়া দাওয়া আড্ডা ভুঁড়িভোজ।ক্রিসমাস মাত্র আর কয়েকটা দিন বাকি আর এই ক্রিসমাস কে উপলক্ষ করেই মানুষ আনন্দে মেতে উঠে বেশ কয়েক দিন ধরে। আর তারই মাঝে এবার সেটা পিকনিক দিল এক নতুন চমক। রবিবার দ্যা কলিকাতা ইলেকট্রিক ট্রেডার্স এসোসিয়েশনে সমস্ত সদস্যদের নিয়ে সেটা পিকনিকের আয়োজন হয় । যেখানে ছিল খাওয়া দাওয়া, নাচ গান সুন্দর একটু মুহূর্ত।এই দিন ছিল কাজের মুঠ থেকে একটু আলাদা ভাবে রিলাক্স জন্য একটি সুন্দর পিকনিক অনুষ্ঠান।
Comments