হিউম্যান রাইটস সিপিডির ইন্ডিয়া তরফে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল একটি অনুষ্ঠান সভা
১০ ই ডিসেম্বর ২০২৪ ,আন্তর্জাতিক মানবাধিকার দিবস,হিউম্যান রাইটস সিপিডির ইন্ডিয়া ( সেন্টার অফ প্রটেকশন অফ ডেমোক্রেসি এন্ড রেশানালিজম ইণ্ডিয়া)থেকে কলকাতা প্রেস ক্লাব লন এ ঠিক ১২.৪৫ মিনিটস থেকে উদযাপন করছে ।এজেন্ডা ১) এই সংগঠনের যে সকল সিনিয়ররা পরলোক গমন করেছেন তাদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিটস নীরবতা পালন ।২) আর জি কার কান্ডে দোষীরা এখন ও শাস্তি পেল না।তাদের অবিলম্বে শাস্তির জোরালো দাবি।৩)বাংলা দেশ এ কেনো হিন্দুদের ওপর এই নির্মম অত্যাচার বন্ধ হউক, প্রয়োজন এ ইন্ডিয়া বাংলাদেশ কে উপযুক্ত ব্যবস্থা নিক।৪) বৃদ্ধ মা বাবার প্রতি কোনো অত্যাচার চলবে না।৫) শিশুদের প্রতি অত্যাচার বন্ধ হউক,৬) সিনিয়র সিটিজেন দের অত্যাচার বন্ধ হউক। ৭) মহিলা টিফ ইজিন বন্ধ হউক । ৮)গরীব চাষীদের জমি যে ভাবে পঞ্চায়েত প্রধান, সদস্যরা মিলে দখল করছে,তার উপযুক্ত ব্যবস্থা নিক সরকার। ৯)বহু এনজিও মানবাধিকারের নামে অসৎ কাজ করছেন, তাহা ইমিডিয়েট বন্ধ হউক ।১০) চাকরি দেওয়ার নামে টাকা তোলা বাজি হচ্ছে,তাহা বন্ধ হউক। আসুন প্রেস সাংবাদিক বন্ধুরা এক সাথে,আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করি । আসুন সকলে। উপস্থিত থাকুন । আপনারা আমাদের এই খবর আপনাদের চ্যানেল এ / আপনাদের খাবারের কাগজ এ / ইউ টিউব চ্যানেল এ প্রকাশিত করলে আরো বেশি উৎসাহিত হয়ে কাজ করবো। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সংগঠনের চেয়ারম্যান আই পি এস আর. হ্যান্ডা,সর্ব ভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ ভারতী মুৎসুদ্দী,পাপিয়া অধিকারী, বিশ্বরূপ দে,বিমল শঙ্কর নন্দ,আইপিএস সন্ধি মুখার্জী, ত্রিনাথ গাঙ্গুলী, এ সিপি উজ্জ্বল রায়, অ্যাডিশনাল এস পি শান্তি দাস, অঞ্জন সিনহা,ঋতব্রত ভট্টাচার্য্য ,কোনেল দীপ্তনশু চৌধুরী ও আর অনেক এ উপস্থিত থাকবেন। সকল সাংবাদিক বন্ধুদের আসার অনুরোধ,o sange amader sangbad tukun টিভি,o পত্রিকায় ও প্রোটাল এ প্রচার করলে খুবই কৃতজ্ঞ থাকবো। নিবেদনে বিপ্লব ঘোষ সর্ব ভারতীয় সম্পাদক।
Comments