শনিবার সেন্ট্রাল কলিকাতা ফ্যান ও ইলেকট্রিক ডিলার্স এসোসিয়েশনে দীপাবলি প্রীতি মিলন উৎসব
শনিবার সেন্ট্রাল কলিকাতা ফ্যান ও ইলেকট্রিক ডিলার্স এসোসিয়েশনে পক্ষ থেকে দীপাবলি প্রীতি মিলন আয়োজিত হয়। এই দিন ছিল খাওয়া দাওয়া আড্ডা। এসোসিয়েশনের সমস্ত সদস্যদের নিয়ে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এছাড়াও ছিল সংবর্ধনা জ্ঞাপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট কামাল কুমার সুরানা, সেগেটারি যেই প্রকাশ যাইসওয়াল,বিনোদ কুমার সাউ এছাড়াও সংস্থার সমস্ত সদস্যবৃন্দরা। তবে এই দিনের অনুষ্ঠান ছিল দেখার মতো। প্রেসিডেন্ট ও সেগেটারি যেই প্রকাশ যাইসওয়াল এবং কামাল কুমার সুরানা বলেন সারা বছর আমরা কাজ করে থাকি। এতোটাই ব্যাস্ত থাকি যে একে ওপরে সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না। তাই এই সব অনুষ্ঠানে মধ্যে দিয়ে আমাদের দেখা হয় কথা বার্তা হয় সবার সাথে। প্রতি বছর আমরা এই অনুষ্ঠান করে থাকি।
Comments