বৃহস্পতিবার গুড নিউস মিশন অফ ইন্ডিয়া উদ্যোগে আয়োজিত হল হেলথ চেকাপ ক্যাম্প
বৃহস্পতিবার গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে হেলথ চেকাপ ক্যাম্প। পাশাপাশি ছিল আই চেকাপ ও। জেসুস মাই সালভেশন চার্চ এ এই ক্যাম্পের আয়োজন করা হয়। এই দিনের ক্যাম্পে মানুষ দাঁড়িয়ে থেকে পরিষেবা নেন। তবে এই ক্যাম্পে ছিল পুরো ডাক্তারে টিম। ফাউন্ডার বিশপ ডক্টর শ্রীকান্ত দাস ও সন্দীপ মল্লিক বলেন, এই ডাক্তার এবং এই সংস্থার সমস্ত সদস্যদের সহযোগিতায় আমরা এই ধরনের কাজ করতে পারি। আমরা মানুষের জন্য সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই ধরণের কাজ করে থাকি। আগামী দিনেও করবো। তবে এই ভাবে সমাজের জন্য সামাজিক মূলক কাজ করে চলেছে গুড নিউস মিশন অফ ইন্ডিয়া।
Comments