এন্টালি বায়তুল মাল বাজম ঈ ফালাহ উদ্যোগে আয়োজিত হল কম্বল বিতরণ অনুষ্ঠান
সোমবার এন্টালি বায়তুল মাল বাজম ঈ ফালাহ পরিচালনায় আয়োজিত হল কম্বল ও বাচ্ছাদের ব্যাগ বিতরণ অনুষ্ঠান। ছাতুবাবু লেনের সন্নিকটে অনুষ্ঠানে আয়োজন করা হয়। মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিবস উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমাতা সবিতা রানী দাস, এবং তার সুপুত্র শংঙ্কর দাস, পৌরপিতা আমিরুদিন ববি সহ আরও অনেকে।
Comments