Posts

Showing posts from March, 2024

কটেন স্ট্রি ইয়ং বয়েস ক্লাবের পরিচালনায় আয়োজিত হল হোলি সম্মেলন ও রক্তদান শিবির

Image
রক্তদান মহৎদান একফোঁটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয় থাকে না কোন ভেদাভেদ। তাই এই শিবিরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। রবিবার ৪২নং ওয়ার্ডে কটেন স্ট্রি ইয়ং বয়েস ক্লাবের পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির ও হোলি সম্মেলন উৎসব। অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় দেখা যায় ওয়ার্ডে পৌরপিতা মহেশ শর্মা কে। এই দিন বহু মানুষকে রক্ত দিতে দেখা যায় এই ক্যাম্পে। তবে এর পাশাপাশি ছিল হোলি সম্মেলন অনুষ্ঠান উপলক্ষে অতিথিদের আপায়ন, খাওয়া দাওয়া ভুঁড়ি ভোজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, পৌরপিতা রাখেশ সিং, পবন শর্মা,সুশীল কোটারি সহ আরও অনেক বিশিষ্টজনেরা।
Image
COMEDK - Karnataka's Premier Engineering Entrance Exam Opens Applications Kolkata, March 22, 2024: Over the last five decades, Karnataka has stood as a pillar of leadership in higher education. It remains the preferred destination for individuals aspiring to build a career in engineering, considering its array of diverse colleges, outstanding educational offerings, and a remarkable track record of high job placement rates post-graduation. The state's commitment to higher education has cultivated a substantial pool of skilled professionals, attracting significant global demand. The COMEDK UGET and Uni-GAUGE entrance examination is scheduled to take place on Sunday, May 12, 2024, as a combined examination for admissions to over 150 Engineering colleges in Karnataka and 50+ reputed private and deemed universities across India, respectively. This unified examination is tailored for colleges affiliated with the Karnataka Unaided Private Engineering Colleges Association (KUPECA

বসন্ত বরনে ৩০ অনুষ্ঠানটি আয়োজিত হল ফুলিয়া সুকান্ত ভবনে

Image
দোলযাত্রা বা হোলি রঙের উৎসব, বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত, হিন্দুধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব ৷ হিন্দু বিশ্বাস অনুযায়ী, বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল।হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে।এটির উদ্ভব ভারতীয় উপমহাদেশে এবং সেখানে বেশি উদযাপিত হয় তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু অংশেও ছড়িয়ে পড়ছে।এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আর এবার এই দিনটি কে কেন্দ্র করে বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক নৃত্য মঞ্জুরি ফুলিয়ার ১০ ত্তম বার্ষিক নৃত্য সংগীত অনুষ্ঠান আয়োজিত হল ফুলিয়া সুকান্ত ভবনে। অনুষ্ঠানটি রবীন্দ্রগান রবীন্দ্রসাহিত্য ও যন্ত্রসংগীত সহযোগে একটি সম্পূর্ণ রাবীন্দ্রিক নিবেদন। নৃত্যভাবনা ও পরিচালনায় জয়া পাল মজুমদার ভট্টাচার্য ও সমগ্র বিষয় ভাবনা বিন্যাস ভাষয়ে অমিতাভ পাল মজুমদার। এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্ছাদের পারফর্মমেন্স ছিল চোখে পড়ার মতো।

ডক্টর শ্যামাপ্রসাদ মুখ্যার্জী হেলথ অর্গানাইজেশনে উদ্যোগে প্রতিবন্দী বাচ্ছাদের খাবার বিতরণ

Image
দোলযাত্রা বা হোলি রঙের উৎসব, বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত, হিন্দুধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব ৷ হিন্দু বিশ্বাস অনুযায়ী, বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল। রবিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখ্যার্জী হেলথ অর্গানাইজেশনে উদ্যোগে শুভ দল উৎসব পালন হল। সংস্থার সমস্ত সদস্যরা মিলে এই উৎসব পালন করেন। তবে এর পাশাপাশি আরও এক মহতীপূর্ণ কাজ করতে দেখা গেলো এই দিন তাঁদের কে। বেহালা ব্লাইন্ড স্কুলের অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে তাঁদের কে একটু হাসি ফোটাবার জন্য এই দিন তাঁদের সঙ্গে রঙে রঙিন হলেন তারা। বাচ্ছাদের কে রং মাখিয়ে মিষ্টি প্যাকেট বিতরণ করলেন তারা। তবে শুধু এই দিন নয় বিভিন্ন সময় এই ধরনের কাজ করতে দেখা যায় ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জী হেলথ অর্গানাইজেশন । সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী বলেন এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে। আগামী দিন আরও কাজ করবো। তবে এটা শুধু আমার পক্ষে সম্ভব নয় সংস্থার সমস্ত সদস্যদের সহযোগীতায় এই ধরনের কাজ করতে পারি।

কলকাতা ইলেকট্রিক ট্রেডাস এসোসিয়েশনে উদ্যোগে হোলি মিলন সম্মেলন

Image
শনিবার কলকাতা ইলেকট্রিক ট্রেডাস এসোসিয়েশনে উদ্যোগে আয়োজিত হল হোলি মিলন সম্মেলন। এই অনুষ্ঠানে এসোসিয়েশনে সমস্ত সদস্যবৃন্দরা একত্রিত হয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায়। অনুষ্ঠানে ছিল নাচ, গান, খাওয়া দাওয়া। কলকাতা এক বিলাস বহুল পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমাকান্ত আগোয়াল, জিতেন্দ্র সুরানা, ধর্মেন্দ্র দাগা সহ বহু বিশিষ্ট জনেরা।

বড় বাজার পরমার্থ সংস্থার পরিচালনায় রক্তদান শিবির

Image
রক্তদান মহৎ দান একফোঁটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয় থাকে না কোনো ভেদাভেদ। তাই বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির। শনিবার বড়বাজার পরর্মার্থ সংস্থার পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির। উদ্যোগক্তা বিশিষ্ট সমাজসেবী নাগেশ সিং এ উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। পাশাপাশি ছিল কুস্তি প্রতিযোগিতা।শুধু রক্তদান শিবির নয় বিভিন্ন সময় মানুষের স্বার্থে সামাজিকমূলক কাজ করতে দেখা নাগেশ সিং কে। বিশ্বশান্তি মা কালী পুজো উপলক্ষে প্রতি মাসে সাধারণ মানুষকে ভোগ বিতরণ করতে দেখা যায় তাকে। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা মহেশ শর্মা, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী সহ বহু বিশিষ্ট জনেরা।
Image
Airtel announces special IPL Bonanza offers starting at INR 39 Kolkata, March 22, 2024: Cricket fever captivates the nation once again as the biggest T20 league starts today. Airtel has unveiled special, limited period IPL Bonanza offers for its users starting from INR 39. For all prepaid customers, Airtel has revised its existing Unlimited Data pack plans of INR 49 and INR 99 to special two new packs at INR 39 and INR 79 respectively. The packs are customized for IPL 2024 to offer uninterrupted connectivity to Airtel cricket fans and ensure they don’t run out of data while streaming the matches. MRP Benefit Remarks 39 Unlimited Data | Validity: 1 Day (same day midnight) New Data Pack 49 Unlimited Data | Validity: 1 Day (same day midnight) plus Wynk Premium subscription for 30 days Data pack revision 99 79 Unlimited Data | Validity: 2 Days New Data Pack Note: MRP 39, 49 and 79 have daily FUP of 20 GB | Will be successful only if customer has main account validity | Multiple r

কলকাতা মার্বেল ও গ্রানিত ডিলার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনে উদ্যোগে হোলি মিলন উৎসব

Image
হোলি এমন একটি উৎসব যা সমগ্র ভারত জুড়ে অত্যন্ত উৎসাহ ও উত্তেজনার সাথে পালিত হয়। এটি রঙ এবং আনন্দের একটি উত্সব, এবং লোকেরা তাদের নিজস্ব অনন্য উপায়ে এটি উদযাপন করতে একত্রিত হয়। হোলি মিলন সমারোহ হল একটি বিশেষ অনুষ্ঠান যা হোলি উত্সবের প্রাক্কালে আয়োজন করা হয়।এই অনুষ্ঠানটি মহান আড়ম্বরপূর্ণ এবং প্রদর্শনের সাথে চিহ্নিত হয়। রবিবার কলকাতা মার্বেল ও গ্রাণিত ডিলার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনে আয়োজনে আয়োজিত হল হোলি মিলন উৎসব। হোলি আগেই এই উৎসবে মেতে ওঠেন এই ব্যবসায়ী টিম ও তাঁদের ফ্যামিলিগণ। তারা প্রতি বছর এই উৎসব কে মাথায় রেখে তারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকেন। গ্রান্ড মলি বানকুইটস হোটেল দেদার আয়োজনে চলে খাওয়া দাওয়া, নাচ গান। অনুষ্ঠানে উপস্থিত ছিল আসোসিয়েশনে সমস্ত সদস্য ও তাঁদের পরিবাররা।

হালতু নন্দীবাগান ফুটবল টিম ১৬ ও ১৭ ই মার্চ আয়োজন করলেন ফুটবল টুর্নামেন্ট

Image
অল বেঙ্গল ভেটেরান্স নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজিত হল ১৬ এবং ১৭ই মার্চ। আয়োজন করলেন হালথ নন্দী বাগান ফুটবল টিম। হালতু নন্দীবাগান ময়দানে খেলা টি আয়োজিত হয়। তবে রবিবার ছিল এই খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠান। প্রেসিডেন্ট অজিত কুমার সামন্ত,কনভেনার তরুণ ঘোষ,সেগেটারি অমিত কুমার সরকার সহ আরও বেশ কিছু জনের প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়।৪বছর ধরে তাঁদের এই টুর্নামেন্ট আয়জিত হতে চলেছে। তবে ১০৬ নং ওয়ার্ডে পৌরপিতা অরিজিৎ দাস ঠাকুরে সহযোগিতা পান বলে এই ধরনের কাজ করার অনুপ্রেরণা পান বলে জানান তারা।
Image
Country has decided, ‘Ab Ki Baar, 400 Paar’: Union Home Minister Amit Shah New Delhi, 13 March, 2024: Union Home Minister and Minister of Cooperation Amit Shah, during the 'Social Media Warriors Meet' and 'Vijay Sankalp Sammelan' in Telangana on Tuesday, appealed, "To make the state a part of the ongoing development journey across the country, the people of Telangana will work to ensure the victory of the lotus on more than 12 seats in the Lok Sabha elections. Seeing the achievements of the Modi government in the last 10 years, the entire country has decided that ‘Ab ki baar 400 paar, Ek baarphir Modi Sarkar’." It is common knowledge that BRS and Congress are influenced by the All India Majlis-e-Ittehadul Muslimeen (AIMIM). In the recently concluded assembly elections in Telangana, the people of Telangana expressed their trust in Congress to reduce the influence of the Majlis. However, as soon as the Telangana Assembly started, Congress worked to make the M
Image
Identification of gap where cooperative societies are less across country will prove helpful in cooperatives’ expansion through National Database: Union Minister for Home and Cooperation Amit Shah New Delhi, 10 March 2024: Union Home Minister and Minister of Cooperation Amit Shah inaugurated the National Database. Shah, who is associated with the cooperative movement, believes that'The identification of the gap where cooperative societies are less across the country will prove helpful in the expansion of cooperatives through the National Database.' Today, with the skilled guidance of Prime Minister Narendra Modi and Union Home Minister and Minister of Cooperation Amit Shah, the worn-out cooperative societies have become vibrant. The country's cooperative activities are now centralized and computerized. Now, cooperatives are being made multi-purpose across the country. Amit Shah, who practices the politics of ‘Antyodaya’ (upliftment of the last person), repeatedly state th

সেন্ট্রাল কলিকাতা গোষ্ট পাল মেমোরিয়াল স্পোটিং ক্লাবের ফুটবল টুনামেন্ট পুরস্কার বিতরণ

Image
'চাইনিজ ওয়াল' নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার, পরাধীন ভারতে বিদেশি সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে যাওয়া এক শির উচু সৈনিক হলেন গোষ্ঠ পাল। এই দৃঢ় চরিত্রকে শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। গ্রাসরুট ফুটবল ডেভলপমেন্টের অঙ্গ হিসাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স গোল্ডেন বেবি লিগ 2018 সাল থেকে আয়োজিত হচ্ছে। এবছর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গোল্ডেন বেবি লীগের নাম পরিবর্তন করে ব্লু কাবস লিগ করায় আমাদের লীগের নাম গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স ব্লু কাবস লিগ 2023-24 রাখা হয়েছে। এই লিগ শুরু হয়েছিল 23 ডিসেম্বর,2023। এই লীগে অনূর্ধ্ব 10, অনূর্ধ্ব 11 ও অনূর্ধ্ব 12 বছরের তিনটি গ্রুপের 12 টি ক্লাবের 28টি টিম অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হল যথাক্রমে সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, ইছাপুর শিবাজী সংঘ ফুটবল একাডেমি, পার্ক সার্কাস শরৎ মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, হাওড়া ফ্রেন্ডস , বিদ্যাসাগর মেমোরিয
Image
India emerged from Fragile Five to Top Five Economy under Modi ji's leadership: Amit Shah New Delhi , 08 March 2024: Union Home Minister and Minister of Cooperation Amit Shah addressed the annual investment summit - NXT10 of the India Global Forum in Mumbai on Wednesday. On this occasion, Shah clearly stated that 'Under Modiji's leadership, India has emerged from the Fragile Five to the Top Five Economy today.' Every citizen of India knows that from 2004 to 2014, when the Sonia-Manmohan government was in power at the centre, the country's economy was at the 11th position in the world. In the last 10 years, the government led by Prime Minister Narendra Modi has worked to bring the country's economy to the 5th position. It is certain that Modi ji will be successful in bringing the country's economy to the third position in his third term. The condition of the country's economy until 10 years before 2014 was deteriorating, investor confidence had eroded
Image
The Stunning Forevermark Setting Collection from De Beers Forevermark An Icon of Resilience and Grace Kolkata, India, 6thMarch, 2024- As the world marks International Women's Day, De Beers Forevermark, recognized for its natural, ethical diamonds, showcases the Forevermark Setting Collection. This unique set of jewellery honors women's strength and achievements, standing out as a symbol of elegance and empowerment. The Forevermark Setting™ Jewellery is renowned for its timeless appeal and expert craftsmanship. Each piece is intricately designed to perfectly complement the stunning beauty of a De Beers Forevermark diamond. From delicate settings to intricate details, every aspect of the jewelry is meticulously crafted to enhance the brilliance and individuality of the Forevermark diamond it holds. With meticulous attention to detail and a focus on quality, The Forevermark Setting™ Jewellery exemplifies sophistication and enduring elegance, making it a cherished symbol of time
Image
Ghamandiya Gathbandhan’ is only for their own families, for the 130 crore citizens, it's Modi Ji: Amit Shah New Delhi: 06 March 2024: Union Home Minister and Minister of Cooperation Amit Shah, while addressing the youth conference in Jalgaon, Maharashtra on Tuesday, made it clear that the truth of the ‘Ghamandiya Gathbandhan’ which is pretending to unite against Modi ji who is building a new India, is that whether the coalition which itself lacks democracy can establish democracy in the country. The alliance's sole aim is that Sonia Gandhi wants to make Rahul Gandhi the Prime Minister, Sharad Pawar's is to make his daughter the Chief Minister, Uddhav Thackeray's son is to make Aditya Thackeray the Chief Minister, Mamata Banerjee's is to make her nephew the Chief Minister, and Stalin's is to make his son the Chief Minister. It's evident that nothing is left for the people of the country. In this scenario, it is clear for the future of youth and a develop
 RBI Approves Merger of Fincare Small Finance Bank with and into AU Small Finance Bank  All-stock merger with shareholders of Fincare SFB to receive 579 equity shares in AU SFB for every 2,000 equity shares held in Fincare SFB  Merger to Leverage Complementary Geographic Footprint and Product Basket, Creating a Pan-India Retail Banking Franchise Kolkata, March 05, 2024: The Reserve Bank of India (RBI)  approved the merger of Fincare Small Finance Bank Limited (“Fincare SFB”) with and into AU Small Finance Bank Limited (“AU SFB”). This merger marks a significant milestone in the Indian banking sector, creating a formidable entity with a combined customer base of over 1 Crore, over 43,500 employees, and a network of over 2,350physical touch points across 25 states and union territories, with deposit base of₹89,854 Crore and Balance Sheet Size of₹1,16,695Crore as on December 31, 2023. On October 29, 2023, the Board of Directors of both AU SFB and Fincare SFB had approved the merger, an
Image
The dream of drug-free India is coming true under the leadership of Modi ji: Amit Shah New Delhi, 5 March 2024: Union Home and Cooperation Minister Amit Shah on Sunday released three videos about the success of the Modi government in tackling the drug trade and its menace. Modi government is moving rapidly towards achieving the goal of drug-free India through detection of drugs in the country, destruction of networks, detention of culprits and rehabilitation of drug addicts. A drug-free India under the leadership of Modi ji and the guidance of Amit Shah is the greatest gift to the coming generations. In the golden age of independence, under the strict approach of Prime Minister Narendra Modi and the able guidance of Union Home and Cooperation Minister Amit Shah, preparations to curb the drug trade are going on in full swing,due to this approach there is the drastic rise in the number of arrests and seizures.Due to Shah's strong policies, through Coordination, Cooperation and Coll
Image
The Modi government is making efforts to transform the cooperative movement into a people's movement New Delhi: 3 March 2024: Union Home and Cooperation Minister Amit Shah inaugurated the National Urban Cooperative Finance and Development Corporation Limited (NUCFDC), the umbrella organization of urban cooperative banks, in New Delhi today. On this occasion, Amit Shah stressed on strengthening the spirit of Cooperation among Cooperatives. In his address, Amit Shah said that unless the strength to promote cooperation and mutual progress among cooperative institutions is provided, we cannot move forward. He mentioned that after nearly 20 years of struggle, today the establishment of the NUCFDC is taking place, and this is a very auspicious day for all of us.The Union Cooperative Minister saidearlier the Cooperative Ministry and the cooperative sector were scattered among many ministries. He mentioned that Prime Minister Narendra Modi, after 75 years of independence, has establishe