বসন্ত বরনে ৩০ অনুষ্ঠানটি আয়োজিত হল ফুলিয়া সুকান্ত ভবনে

দোলযাত্রা বা হোলি রঙের উৎসব, বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত, হিন্দুধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব ৷ হিন্দু বিশ্বাস অনুযায়ী, বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল।হোলিকা দহন কিংবদন্তি অশুভ শক্তির বিপরীতে শুভের জয় নির্দেশিত করে।এটির উদ্ভব ভারতীয় উপমহাদেশে এবং সেখানে বেশি উদযাপিত হয় তবে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের কিছু অংশেও ছড়িয়ে পড়ছে।এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। আর এবার এই দিনটি কে কেন্দ্র করে বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক নৃত্য মঞ্জুরি ফুলিয়ার ১০ ত্তম বার্ষিক নৃত্য সংগীত অনুষ্ঠান আয়োজিত হল ফুলিয়া সুকান্ত ভবনে। অনুষ্ঠানটি রবীন্দ্রগান রবীন্দ্রসাহিত্য ও যন্ত্রসংগীত সহযোগে একটি সম্পূর্ণ রাবীন্দ্রিক নিবেদন। নৃত্যভাবনা ও পরিচালনায় জয়া পাল মজুমদার ভট্টাচার্য ও সমগ্র বিষয় ভাবনা বিন্যাস ভাষয়ে অমিতাভ পাল মজুমদার। এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্ছাদের পারফর্মমেন্স ছিল চোখে পড়ার মতো।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা