সেন্ট্রাল কলিকাতা গোষ্ট পাল মেমোরিয়াল স্পোটিং ক্লাবের ফুটবল টুনামেন্ট পুরস্কার বিতরণ

'চাইনিজ ওয়াল' নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার, পরাধীন ভারতে বিদেশি সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে যাওয়া এক শির উচু সৈনিক হলেন গোষ্ঠ পাল। এই দৃঢ় চরিত্রকে শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। গ্রাসরুট ফুটবল ডেভলপমেন্টের অঙ্গ হিসাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স গোল্ডেন বেবি লিগ 2018 সাল থেকে আয়োজিত হচ্ছে। এবছর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গোল্ডেন বেবি লীগের নাম পরিবর্তন করে ব্লু কাবস লিগ করায় আমাদের লীগের নাম গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স ব্লু কাবস লিগ 2023-24 রাখা হয়েছে। এই লিগ শুরু হয়েছিল 23 ডিসেম্বর,2023। এই লীগে অনূর্ধ্ব 10, অনূর্ধ্ব 11 ও অনূর্ধ্ব 12 বছরের তিনটি গ্রুপের 12 টি ক্লাবের 28টি টিম অংশগ্রহণ করছে।
ক্লাবগুলো হল যথাক্রমে সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, ইছাপুর শিবাজী সংঘ ফুটবল একাডেমি, পার্ক সার্কাস শরৎ মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, হাওড়া ফ্রেন্ডস , বিদ্যাসাগর মেমোরিয়াল ফুটবল ক্লাব, বরিশা যুগোযাত্রী জুনিয়র ফুটবল কোচিং ক্যাম্প, দেশপ্রাণ শাসমল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, উত্তর কলিকাতা মিলন চক্র, সাহাপুর মিতালী সংঘ, দুর্গানগর ফুটবল একাডেমি,দুখিরাম মজুমদার কোচিং সেন্টার,এরিয়ান ক্লাব। লিগ পর্যায়ের খেলা হয় 117 টি , এখান থেকে প্রতিটি গ্রুপের পয়েন্টে শীর্ষে থাকা চারটি দলকে নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হয়। খেলাগুলি হয় কলকাতার বিবেকানন্দ উদ্যান, কাশিয়াবাগান ফুটবল গ্রাউন্ডে এবং হাওড়ার ইছাপুর শিবাজী সংঘের মাঠে। এই লীগে 377 জন ছেলে- মেয়ে অংশগ্রহণ করেছিল। এই লীগের মাধ্যমে যেমন বহু প্রতিভার সন্ধান পাওয়া গেছে, যারা পরবর্তীতে ভারতীয় ফুটবলে অবদান রাখবে বলে মনে করেন সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সচিব সামসুল আলম । তিনি আরো জানান আগামী বছর এই লিগ শুরু হবে ২২ শে ডিসেম্বর, ২০২৪। ৯ মার্চ গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স ব্লু কাপ লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান AFC WOMEN'S FOOTBALL DAY 2024 উপলক্ষে গোষ্ঠ পাল একাদশের সঙ্গে বিদ্যাসাগর মেমোরিয়াল ফুটবল ক্লাবের এক প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই ম্যাচে বিদ্যাসাগর মেমোরিয়াল ফুটবল ক্লাব গোষ্ঠ পাল একাদশকে ২-১ গোলে পরাজিত করে। এবছর গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স ব্লু কাবস লীগে অনূর্ধ্ব ১০ বছরের চ্যাম্পিয়ন্স সাহাপুর মিতালী সংঘ ও রানার্স হয় হাওড়া ফ্রেন্ডস। অনূর্ধ্ব ১১ এর চ্যাম্পিয়নস সাহাপুর মিতালী সংঘ রানার্স ইছাপুর শিবাজী সংঘ ফুটবল একাডেমি। অনূর্ধ্ব ১২ চ্যাম্পিয়ন্স হাওড়া ফ্রেন্ডস রানার্স ইছাপুর শিবাজী সংঘ ফুটবল একাডেমি। এই পুরস্কার গুলি তুলে দেন এই অনুষ্ঠানের চিফ গেস্ট ছিলেন বাংলা মহিলা দলের প্রাক্তন ফুটবলার কোচ শ্রীমতি রঞ্জনা চ্যাটার্জি , মোহামেডান স্পোর্টিং দলের প্রাক্তন ফুটবলার সেখ সিকান্দার, বিশিষ্ট চিকিৎসক, মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় কমিটির সহ-সভাপতি ডক্টর বিজ্ঞান কুমার বেরা, ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী ইন্দ্রনীল কুমার, বিশিষ্ট শিক্ষক শ্রী তপন কুমার সামন্ত মহাশয় মুচিপাড়া থানার অফিসার ইনচার্জ শ্রী চিত্রদীপ পান্ডে, তালতলা থানার অফিসার ইনচার্জ এল. এন পান, সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের কোচ জুলফিকার আলী দাদা, মন্টু মন্ডল, সোমনাথ সেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সচিব শামসুল আলম।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা