হালতু নন্দীবাগান ফুটবল টিম ১৬ ও ১৭ ই মার্চ আয়োজন করলেন ফুটবল টুর্নামেন্ট
অল বেঙ্গল ভেটেরান্স নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজিত হল ১৬ এবং ১৭ই মার্চ। আয়োজন করলেন হালথ নন্দী বাগান ফুটবল টিম। হালতু নন্দীবাগান ময়দানে খেলা টি আয়োজিত হয়। তবে রবিবার ছিল এই খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠান। প্রেসিডেন্ট অজিত কুমার সামন্ত,কনভেনার তরুণ ঘোষ,সেগেটারি অমিত কুমার সরকার সহ আরও বেশ কিছু জনের প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়।৪বছর ধরে তাঁদের এই টুর্নামেন্ট আয়জিত হতে চলেছে। তবে ১০৬ নং ওয়ার্ডে পৌরপিতা অরিজিৎ দাস ঠাকুরে সহযোগিতা পান বলে এই ধরনের কাজ করার অনুপ্রেরণা পান বলে জানান তারা।
Comments