ডক্টর শ্যামাপ্রসাদ মুখ্যার্জী হেলথ অর্গানাইজেশনে উদ্যোগে প্রতিবন্দী বাচ্ছাদের খাবার বিতরণ
দোলযাত্রা বা হোলি রঙের উৎসব, বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত, হিন্দুধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব ৷ হিন্দু বিশ্বাস অনুযায়ী, বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা হোলি খেলা উৎসব পালিত হয়েছিল। রবিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখ্যার্জী হেলথ অর্গানাইজেশনে উদ্যোগে শুভ দল উৎসব পালন হল। সংস্থার সমস্ত সদস্যরা মিলে এই উৎসব পালন করেন। তবে এর পাশাপাশি আরও এক মহতীপূর্ণ কাজ করতে দেখা গেলো এই দিন তাঁদের কে। বেহালা ব্লাইন্ড স্কুলের অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে
তাঁদের কে একটু হাসি ফোটাবার জন্য এই দিন তাঁদের সঙ্গে রঙে রঙিন হলেন তারা। বাচ্ছাদের কে রং মাখিয়ে মিষ্টি প্যাকেট বিতরণ করলেন তারা। তবে শুধু এই দিন নয় বিভিন্ন সময় এই ধরনের কাজ করতে দেখা যায় ডক্টর শ্যামা প্রসাদ মুখ্যার্জী হেলথ অর্গানাইজেশন । সংস্থার কর্ণধার অমিতাভ চক্রবর্তী বলেন এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে। আগামী দিন আরও কাজ করবো। তবে এটা শুধু আমার পক্ষে সম্ভব নয় সংস্থার সমস্ত সদস্যদের সহযোগীতায় এই ধরনের কাজ করতে পারি।
Comments