বৃহস্পতিবার ২৫ত্তম সালানা সফর সিলভার জুবিলেই এন্টাল্লি খাজা হিন্দেল আলবালি ওয়েলফেয়ার সোসাইটি অনুষ্ঠান আয়োজিত হল
বৃহস্পতিবার ২৫ত্তম সালানা সফর সিলভার জুবিলেই এন্টাল্লি খাজা হিন্দেল আলবালি ওয়েলফেয়ার সোসাইটি অনুষ্ঠান আয়োজিত হল। আয়োজন করেছেন এন্টাল্লি খাজা হিন্দদেল আলবালি ওয়েলফেয়ার সোসাইটি।87 ডক্টর লাল মোহন ভট্টাচার্য রোডে সন্নিকটে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন উদ্যোগক্তা গিয়াসুদ্দিন খান, কুতুব আহমেদ, আব্দুল শালিক, মোহাম্মদ সোনু, মোহাম্মদ নোয়াজ, ফারহান উদ্দীন খান সহ আরও অনেকে।
Comments