বৃহস্পতিবার তীর্থর্থী সেবা সংস্থা পক্ষ থেকে সেবা ক্যাম্পে উদ্ভোধন হল
বৃহস্পতিবার তীর্থর্থী সেবা সংস্থা পক্ষ থেকে সেবা ক্যাম্পে উদ্ভোধন হল। যেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাওড়ার ডি আর এম সঞ্জীব কুমার। এই দিন সমস্ত বিশেষ অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান এ বিশেষ ভূমিকায় দেখা যায় ত্রিভুবন মিশ্রা কে।এবং এই শিবির কে সফল করার জন্য শিবিরের অধ্যক্ষ কেশরী নাথ তে বাড়ি, শ্রীকান্ত শর্মা এবং মহামন্ত্রী ত্রিভুবন কুমার মিশ্রা।
Comments