বিল্পব ঘোষরে উদ্যোগে হিউম্যান রাইটস সি, পি, ডি আর ইন্ডিয়ার তরফে পালিত হল বিশ্ব মানবাধিকার দিবস

১০ই ডিসেম্বর ২০২৩,আন্তর জাত্তিক মানবাধিকার দিবসে পশ্চিম বঙ্গ ও ভারত বর্ষের মাসে মানবাধিকার কমিশন এর মানবাধিকার সংক্রান্ত কাজের মধ্যে এক মাত্র সব চেয়ে বড় মানবাধিকার সংগঠন হল হিউম্যান রাইটস সিপিডি আর ইন্ডিয়া ( সেন্টার অফ প্রটেকশন অফ ডেমোক্রেসি এন্ড রেশনালিসম ইন্ডিয়া) কলকাতা প্রেস ক্লাব এর লন ভর্তি বিভিন্ন শাখার থেকে আসা বহু সদস্য দের নিয়ে, ও মঞ্চে উপস্থিতি হিউম্যান রাইটস সিপিডি আর ইন্ডিয়া পদস্থ অফিসাররা যেমন হাই কোর্ট এর জাস্টিস , ও লোক আদালতের এক্স বিচারক শ্রী সমরেশ ব্যানার্জী, লেখক ও কলকাতা পুলিসের উচ্চপর্যায়ের কর্তা ডক্টর নজরুল ইসলাম,ভারত বর্ষের আরেক প্রখ্যাত ব্যক্তিত্ব বিএসএফ এর এক্স দিগ শ্রী সমীর কুমার মিত্র, অ্যাডভাইজারি বডির প্রেসিডেন্ট পাপিয়া অধিকারী, অ্যাডভাই জরি বডি জি.এস, এ.সি.পি , ও মাউন্ট এভারেস্ট জয়ী উজ্জল রায়, আর প্লাস টাফ টক ঋতব্রত,কো প্রেসিডেন্ট এক্স সি এ বি কর্মী কর্তা বিশ্বরূপ দে, প্রফেসর বিমল শঙ্কর নন্দ, পরিচালক অরূপ ভঞ্জ, প্রযোজক অঞ্জন সিনহা, আয়কর এর কর্মকর্তা প্রশান্ত কুন্ডু, asvi বডি,লিগাল সেল এর আইনজ্ঞ রাজদীপ ব্যানার্জী ,বারুইপুর কোর্ট এর পি পি আদম সফি খান, ও সর্ব ভারতীয় সম্পাদক, ও মঞ্চের সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক বিপ্লব ঘোষ । এই সমস্ত গুণী ব্যাক্তিরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে ২ টো সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুরু হয়।
এর পর এই সংগঠনের প্রতিষ্ঠাতার শ্রী গিতানাথ গাঙ্গুলি,চিন্ময় রায়,সৌমিত্র চট্টপাধ্যায়ের, ও প্রযোজিকা চন্দ্রিমা সিনহা ইনাদের মাল্য দান, পদতলে পুষ্প দিয়ে ,১ মিনিটস নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়। সংগঠণের পদাধিকারদের সম্মান জানানো হয় । মঞ্চের থেকে লেখক,ডক্টর নজরুল ইসলাম বলেন এত বড় সংগঠন সমাজে অনেক ভালো কাজ করছেন তার দৃষ্টান্ত এই প্রেস ক্লাবের মাঠ এ এত শাখা গুলোর মানুষ দুর দিগন্ত থেকে আসছেন। এছাড়া উনী বিভিন্ন কেস হলে তার মোকাবিলা কি ভাবে করতে হবে তা তুলে ধরেন । হাই কোর্ট জাস্টিস সমরেশ ব্যানার্জী বলেন এই সংগঠন যে সত্যি অসহায়দের পাশে দাঁড়ায় তার প্রমাণ এত মানুষদের আসা। এ ছাড়া উনি বলেন সর্ব ভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ এখন সত্যি শক্তি শালি সাংগঠনিক শক্তিশালি।সর্ব ভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ বলেন হিউম্যান রাইটস বলতে যা যা প্রটোকল এ থাকা প্রয়োজন আমাদের ও সকল মানুষ দের ন্যায্য অধিকারের এক মাত্র মানবাধিকার কমিশন এর সর্ব শ্রেষ্ঠ সংগঠন হিউমান রাইটস সিপিডি আর ইন্ডিয়া এই সংগঠনের ১০০০ টা শাখা ও সাড়ে পঞ্চান্ন লক্ষ সদস্য। বি এস এফ এর ডি আই জি সমীর কুমার মিত্র বলেন এই সংগঠন এর আরো শ্রীবৃদ্ধি কামনা করি।পাপিয়া অধিকারী বলেন আমরা সকলেই যে ভাবে রাস্তাতে নেমে হিউম্যান রাইটস সিপিডি আর ইন্ডিয়া কাজ করে চলেছি, সকলকেই বলবো আপনারা এগিয়ে আসুন আমাদের এত বড় সংগঠণের সদস্য পদ নিয়ে কাজ করুন ।বিপ্লব ঘোষ ও এই সংগঠনের সকলের সাথে আছি। প্রফেসর বিমল শঙ্কর নন্দ বলেন আমি বহু বছর ধরে বিপ্লব কে দেখছি মাথা উচু করে এই সংগঠন কে নিয়ে আন্দোলন করে যাচ্ছে,প্রতিবাদ এ নামছে,আজ এত বড় সংগঠণ,কত নামি বেক্তিরা এই সংগঠন এই সংগঠন কে আরো আলোকিত করেছেন। এসিপী উজ্জ্বল রায় বলেন,এই সংগঠন কে বিপ্লব যে ভাবে নিয়ে এগিয়ে চলেছে,তার ট্যারিফ দিতে হয় । ও একজন অত্যন্ত বড় সংগঠক।বিশ্বরূপ দে বলেন আমি বহু বছর ধরে এই সংগঠন এ, ও দিনরাত মানবাধিকারের কাজ করে চলেছে,এর জন্য ও কে আর উনার সাথে যারা এত বছর ধরে কাজ করে চলেছেন,সকল দের আন্তরিক শুভেচ্ছা জানাই।যে কোনো বিষয় আর জানতে, সরাসরি যোগাযোগ -৯৮৩০০৫২৮১৮ ।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা