রবিবার ক্ষত্রিয় বিসনেস ক্লাব সংগঠনের উদ্যোগে আয়োজিত হল গেট টুগেদার অনুষ্ঠান
রবিবার ক্ষত্রিয় বিসনেস ক্লাব সংগঠনের উদ্যোগে আয়োজিত হল ফ্যামিলি গেট টুগেদার। নাচ গান খাওয়া দাওয়া সব কিছুই ছিল এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বলা যেতে পারে রাতে ছিল এক জলসা। বিভিন্ন জায়গায় থেকে আগত ব্যবসায়ীরা এই অনুষ্ঠানে উপস্থিত হল। ক্ষত্রিয় বিজনেস ক্লাব সংগঠনের আসল উদ্দেশ্য হল সমস্ত ব্যবসায়ীদের একত্রে করে তাঁদের ব্যবসার উন্নতি করা। এছাড়াও এরা সমাজের জন্য বিভিন্ন সময় দুঃস্থ মানুষদের জন্য নানা ভাবে কাজ করে চলেছে। তবে অনুষ্ঠানে শুধু ব্যবসায়ীরা নন তাঁদের পরিবারও উপস্থিত ছিলেন। সবাই মিলে এই গেট টুগেদারে আয়োজন ছিল জমজমাট। উপস্থিত ছিলেন রাজপুত্রজী পরিবার, বিশাল,অশোক, সঞ্জয় সিং, মনোজ সিং, সোমক্লান্ত কুশ্বহা, অরুন কুমার ও সস্ত্রীক ললিতা কুমার সহ্য আরও অনেকে।
Comments