অশোক ওঝা ও বিধায়ক বিবেক গুপ্তা নির্দেশ ২১জুলাই এ সেবা মূলক ক্যাম্প

বছর ঘুরে আবার চলে এল ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস। এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। তবে এবার দিনটির আরও বাড়তি গুরুত্ব রয়েছে। কারণ, বহু অভিযোগের পরেও সদস্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ফের একবার বাংলার উঠেছে সবুজ ঝড়, স্বমহিমায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর তার ঠিক পরেই ২১ জুলাই। তাই সেই দিক থেকে দেখতে গেলেও, দিনটির তাৎপর্য এবার আরও অনেকটাই বেড়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ।শুক্রবার গোটা বাংলা জুড়ে ধর্মতলা চল ডাক দিয়ে ২১জুলাই শহীদ সমাবেশ পালন হল। বিভিন্ন জেলা থেকে লোকজন এক দিন আগে থেকে কলকাতার রাজ পথে আসতে শুরু করে ছিল এই দিন টি উদযাপন করতে। তবে এবার দেখা গেলো এই দিনে মানুষের স্বার্থে মোহম্মদ আলী পার্কে অশোক ওঝা উদ্যোগে বিধায়ক বিবেক গুপ্তা নির্দেশ একটি সেবা মূলক ক্যাম্পে আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন জায়গায় থেকে আসা মানুষদের জল, শরবত, বিস্কুট, চা দেওয়া হয় তাঁদের কে। ক্যাম্পে উপস্থিত ছিলেন দীপক নিগালিয়া, সুনীল দীক্ষিত, অনিলা খান, ও আরও অনেকে। তবে এই ক্যাম্পে বিশেষ ভূমিকায় দেখা যায় নবকুমার মন্ডল কে। তিনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত আগত মানুষের হাতে খাদ্য দ্রব তুলে দেন। সকাল থেকে মানুষের সেবার কাজে এই দিন ব্যাস্ত থাকতে দেখা যায় নবকুমার মন্ডল কে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা