ওড়িশা হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ডক্টর সুধাশু পূজারী মানুষের স্বার্থে বার্তা
প্রোটেকশন অব ডেমোক্রেটিক হিউম্যান রাইটস অব ইন্ডিয়া র ওড়িশার রাজ্য সভাপতি ডাঃ সুধাংশু পূজারী র ঐকান্তিক প্রচেষ্টায় মানবাধিকার ও তার সঠিক প্রয়োগের সাথে কিভাবে মানবজীবনের সরলতার গতি এগোতে পারে সেই সরলরেখা র সামাজিক বার্তা দিতে তিনি শুধু ওড়িশার সীমারেখায় মধ্যে না থেকে বাংলা তে ও এসে প্রচার ও প্রসারতার একটা ভূমিকা গ্রহণ করেছে,সম্প্রতি হুগলি র ডানকুনি তে একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃসুধাংশু পূজারী, তিনি হিউম্যান রাইটস নিয়ে উপস্থিত সকলের কাছে এক সুচারু বার্তা দিয়ে মানুষের পাশে যেকোনো প্রয়োজনে তিনি সর্বদা থাকবেন বলে আশ্বস্ত করেন।বিয়ে বাড়ীর অনুষ্ঠান মঞ্চে তাই তিনি এই বার্তাকে পৌঁছে দেওয়ার একটা সঠিক প্ল্যাটফর্ম হিসাবে তিনি বেঁছেছেন যা সত্যি প্রশংসনীয়।ডাক্তারের পেশার পাশাপাশি তিনি যে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাচ্ছেন তা তার কথায় প্রস্ফুটিত।উক্ত অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় প্রদীপ কুমার ঘোষের পাশাপাশি বাংলা র যুবা কর্মকর্তা মোঃ ওয়াকিল।
Comments