আলেকজেন্ডার ফিল্মস প্রযোজিত (শিশু দিবস) ছবি শুটিং হল বিদ্যাসাগর স্কুলে

আলেকজেন্ডার ফ্লিমস প্রযোজিত এক নতুন অন্য ধরণের ছবি ( শিশু দিবস )আসতে চলেছে ছবি প্রেক্ষাঘরে। শিবা প্রাসাদ চক্রবর্তী প্রযোজিত ও পরিচালিত এই ছবি এক নতুন মাত্রা আনবে দর্শকদের কাছে। অবহেলিত শিশু আগামী দিনের সমাজের কাছে এক উজ্জ্বল নক্ষত্র। সিনেমা মধ্যে এমনটাই ম্যাসেজ দিচ্ছে। প্রায় ২০০০হাজার শিশু এই ছবিতে অভিনয় করছে। ইতিমধ্যেই ছবি শুটিং শুরু হয়ে গিয়েছে। তবে ছবিতে অভিনয় করেছেন পাপিয়া অধিকারী,মধুরিমা মিশ্রা, এছাড়াও স্কুল স্টুডেন্ট, ও সমাজকর্মীরা। ছবি শুটিং প্রথম শুরু হয় একটি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৪ই নভেম্বরে ছবি শুভ মুক্তি হতে চলেছে।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা