*মীর এন্টারটেনমেন্ট প্রোডাকশন নিবেদিত মিসেস সেলিনা প্রযোজিত "রং পেন্সিল"-মুক্তির অপেক্ষায়

নবাগত জুটি মীর ও মধুশ্রী কে নিয়ে তরুণ পরিচালক সুনির্মল তৈরী করেছেন নতুন বাংলা সিনেমা "রং পেন্সিল"।এক নতুন ধারার ছবি হিসেবে বাংলার নতুন বছরে মুক্তি পাবে সারা বাংলার প্রেক্ষাগৃহে।দক্ষিণ কলকাতার এক স্টুডিও তে চলছে জোরকদমে ছবির ডাবিং এর কাজ।হিমাংশু খাঁ র কাহিনী নিয়ে চিত্রনাট্য লিখেছেন প্রসেন।ছবিতে মীর নবাগত নায়ক হিসেবে কাজ করেছে বেশ সুচারু ভাবে।অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মেঘনা হালদার,বিপ্লব চ্যাটার্জী,সুদীপ মুখার্জী,অরুণ ব্যানার্জী,সঞ্জীব সরকার,সান্ত্বনা বসু,প্রমুখ। মীর এন্টারটেনমেন্ট এর প্রথম জার্নি এই ছবির মাধ্যমে শুরু হলো,যা আগামী দিনে আরো ভালো ভালো সিনেমা আমাদের উপহার দেবে তা বলাই বাহুল্য।

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা