Posts

Showing posts from February, 2023

নতুন ভাবে সেজে উঠল মহামেডান অ্যাথলেটিক ক্লাব

Image
সব সেরা খেলার অন্যতম খেলা বাঙালির ফুটবল। কলকাতার ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম প্রাচীন ক্লাব মহামেডান অ্যাথলেটিক ক্লাব। ১৩২ বছরের এই ক্লাবের সুনাম ও খ্যাতি আজও বহন করে চলেছে। মহামেডান অ্যাথলেটিক ক্লাব ভারতের আই-লিগ খেলা ফুটবল ক্লাবের মধ্যে অন্যতম। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের সাথে এই দলটি কলকাতার বড় ক্লাব হিসেবে পরিচিত। আজ ক্লাবটির নবরূপে সজ্জিত হল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি তথা পৌরপিতা ফয়েজ আহমেদ খান, সাধারণ সম্পাদক আলী হোসেন সোনু, আইএফএ এর চেয়ারম্যান সুব্রত দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকার, পৌরপিতা মহেশ শর্মা,পৌরপিতা আমিরুউদ্দিন ববি, প্রাক্তন ফুটবলার রহিম নবী,মানজার হুসাইন খান, নাসিম আখতার,মোঃ রশিদ, আইএফএ প্রাক্তন সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি সহ অন্যান্যরা।

মহেশতোলা ওয়েল ফেয়ার ট্রাস্টে শুভ উদ্ভোধনী অনুষ্ঠান হল রবিবার

Image
মহেশতোলা ওয়েলফেয়ার ট্রাস্ট এ শুভ উদ্ভোধনী অনুষ্ঠান হয়ে গেল রবিবার। বাটার মোড়ে সন্নিকোটে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। শুধু শুভ উদ্ভোধনী অনুষ্ঠানই ছিল তার পাশাপাশি ছিল দুঃস্থ প্রতিবন্দীদের হুয়িল চিয়ার বিতরণ ও বাচ্ছাদের স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান। বহু বাচ্ছা ও প্রতিবন্দীদের এইদিনে ব্যাগ ও হুয়িল চেয়ার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে তাঁদের প্রথম পথ চলা শুরু। সংগঠনের সদস্যরা জানান আগামী দিন মানুষের স্বার্থে আরও ভালো ভালো কাজ করবে। তারা বলেন আমরা চেষ্টা করবো বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে। কোনো রাজনৈতিক ভাবে যুক্ত না হয়ে তাঁদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তবে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলার, তারক সাহা, তাপস হালদার, শুভাশীষ চক্রবর্তী, সমাজসেবী মনমোহিনী বিশ্বাস, সোনু সিং, শংকু চ্যাট্টর্জি, সহ আরও অনেকে। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করতে দেখা যায় সংস্থার প্রেসিডেন্ট ও চেয়ারমান বিটু আলী মোল্লা এবং সেগেটারি শুভমকর নস্কর কে।

লায়ন্স ক্লাব অফ কলকাতা ডিস্ট্রিক 322B2 উদ্যোগে শ্রী শ্যাম নিশান শোভাযাত্রা

Image
ফাল্গুনী পূর্নিমা তিথি হল দোল তিথি। দোল হিন্দু সভ্যতার প্রাচীন উৎসব। শ্রীকৃষ্ণের ঝুলন থেকে দোল কথার উদ্ভব। রাধা কৃষ্ণের তত্ত্বকে দাঁড় করিয়ে বিপরীত লিঙ্গের মাঝে অবাধ হোলি খেলা হয়। রবিবাসরীয় দিনে পঞ্চম শ্রী শ্যাম নিশান শোভাযাত্রা উদযাপন হল। লায়ন্স ক্লাব অফ কলকাতা ডিস্ট্রিক 322B2 এর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিন পোস্তা গণেশ মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে গিরিশপার্ক, সিদ্ধি বিনায়ক মন্দির, এম. জি রোড হয়ে হাওড়ার ইচ্ছাপূরণ দেবস্থান মন্দিরে গিয়ে সমাপ্ত হয়।এদিনের শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় বকশী, এছাড়া হাজির ছিলেন আকাশ গুপ্তা, চেতন জৈন, রমেশ শোনকর, সুনীল গুপ্তা, অরবিন্দ বাজপেয়ী, অমিত কমল সহ অন্যান্যরা। নিশান শেষে আগত শ্যাম ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এবছর এই শোভাযাত্রা পঞ্চম বর্ষে পদার্পন করলো।

বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি আয়োজন আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন

Image
৩৩নং ওয়ার্ড বঙ্গীয় স্বাক্ষরতা সমিতি উদ্যোগে ২১ফেব্রুয়ারী ২০২৩, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হল। মাতৃভাষা কে শ্রদ্ধা জানিয়ে এই দিন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সমস্ত মহিলা সদস্যবৃন্দরা এবং বহু বিশিষ্টজনেরা হাতে ফুল নিয়ে পদযাত্রা করেন এবং মাল্যদান করে শ্রদ্ধা জানায়। পাশাপাশি বহু বাচ্চাদের খাতা পেন পেন্সিল বিতরণ করেন। প্রথম প্রতিটি সদস্যরা তাঁদের মাতৃভাষায় স্বাক্ষর করে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। এছাড়াও ছিল পদযাত্রা মধ্যে দিয়ে মাতৃভাষা কে শ্রদ্ধা জানিয়ে নানা রকমের গান,আবৃতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার রাজীব বিশ্বাস, বাসন্তী দাস,প্রদীপ দাস, রাখীসেন শর্মা, মৃনাল রায় চৌধুরী, তরুণ রায়চৌধুরী, মনীষ বিশ্বাস, ভাষাবিদ মনীষ বিশ্বাস, শৈবাল দে, এছাড়াও আরও অনেকে।

*মীর এন্টারটেনমেন্ট প্রোডাকশন নিবেদিত মিসেস সেলিনা প্রযোজিত "রং পেন্সিল"-মুক্তির অপেক্ষায়

Image
নবাগত জুটি মীর ও মধুশ্রী কে নিয়ে তরুণ পরিচালক সুনির্মল তৈরী করেছেন নতুন বাংলা সিনেমা "রং পেন্সিল"।এক নতুন ধারার ছবি হিসেবে বাংলার নতুন বছরে মুক্তি পাবে সারা বাংলার প্রেক্ষাগৃহে।দক্ষিণ কলকাতার এক স্টুডিও তে চলছে জোরকদমে ছবির ডাবিং এর কাজ।হিমাংশু খাঁ র কাহিনী নিয়ে চিত্রনাট্য লিখেছেন প্রসেন।ছবিতে মীর নবাগত নায়ক হিসেবে কাজ করেছে বেশ সুচারু ভাবে।অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মেঘনা হালদার,বিপ্লব চ্যাটার্জী,সুদীপ মুখার্জী,অরুণ ব্যানার্জী,সঞ্জীব সরকার,সান্ত্বনা বসু,প্রমুখ। মীর এন্টারটেনমেন্ট এর প্রথম জার্নি এই ছবির মাধ্যমে শুরু হলো,যা আগামী দিনে আরো ভালো ভালো সিনেমা আমাদের উপহার দেবে তা বলাই বাহুল্য।

কলকাতা প্রেস ক্লাবে লঞ্চ হল 'ব্লাড লাইন প্লাস' আপ

Image
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবের লঞ্চ হল ব্লাড লাইন প্লাস আপ। রক্তের চাহিদা মেঠাতে এই অত্যাধুনিক ব্যবস্থা আয়োজিত হয়েছে। এই আপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের খোঁজ পেতে পারে। গ্রাহকদাতা ও গ্রাহক দুই জন্য কেই সংযোগ করিয়ে দেবে এই আপ। কম সময়ে খুব সহজে এই আপ ডাউনলোড করে সুবিধা পেতে পারে সাধারণ মানুষ। ব্লাড লাইন প্লাস এই আপ টি পাওয়া যাবে বিভিন্ন ভাষায়। তবে এর শুভ সূচনা হল প্রথম কলকাতাতেই। রক্তদান মহৎ দান এক ফোঁটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয়। তাই রক্তের চাহিদা মেঠাতে বিভিন্ন জায়গায় চলে রক্ত দান শিবির ক্যাম্প। তবে এবার মানুষকে আরও সহজ ভাবে সুযোগ করিয়ে দিচ্ছে ব্লাড লাইন প্লাস আপ। খুব শীঘ্রই ডাউনলোড করুন এই আপ। তবে এই দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শেখার মেহেতাব, মনীশ বিয়ানী, অপর্ণা বিয়ানী চিত্রা আগরওয়াল, ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক। তবে এর সমগ্র সহযোগীতায় রয়েছে রোটারি কলিকাতা মহানগর।