নতুন ভাবে সেজে উঠল মহামেডান অ্যাথলেটিক ক্লাব

সব সেরা খেলার অন্যতম খেলা বাঙালির ফুটবল। কলকাতার ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম প্রাচীন ক্লাব মহামেডান অ্যাথলেটিক ক্লাব। ১৩২ বছরের এই ক্লাবের সুনাম ও খ্যাতি আজও বহন করে চলেছে। মহামেডান অ্যাথলেটিক ক্লাব ভারতের আই-লিগ খেলা ফুটবল ক্লাবের মধ্যে অন্যতম। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের সাথে এই দলটি কলকাতার বড় ক্লাব হিসেবে পরিচিত। আজ ক্লাবটির নবরূপে সজ্জিত হল। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি তথা পৌরপিতা ফয়েজ আহমেদ খান, সাধারণ সম্পাদক আলী হোসেন সোনু, আইএফএ এর চেয়ারম্যান সুব্রত দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকার, পৌরপিতা মহেশ শর্মা,পৌরপিতা আমিরুউদ্দিন ববি, প্রাক্তন ফুটবলার রহিম নবী,মানজার হুসাইন খান, নাসিম আখতার,মোঃ রশিদ, আইএফএ প্রাক্তন সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি সহ অন্যান্যরা।