মহেশতোলা ওয়েল ফেয়ার ট্রাস্টে শুভ উদ্ভোধনী অনুষ্ঠান হল রবিবার
মহেশতোলা ওয়েলফেয়ার ট্রাস্ট এ শুভ উদ্ভোধনী অনুষ্ঠান হয়ে গেল রবিবার। বাটার মোড়ে সন্নিকোটে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। শুধু শুভ উদ্ভোধনী অনুষ্ঠানই ছিল তার পাশাপাশি ছিল দুঃস্থ প্রতিবন্দীদের হুয়িল চিয়ার বিতরণ ও বাচ্ছাদের স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান। বহু বাচ্ছা ও প্রতিবন্দীদের এইদিনে ব্যাগ ও হুয়িল চেয়ার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে তাঁদের প্রথম পথ চলা শুরু। সংগঠনের সদস্যরা জানান আগামী দিন মানুষের স্বার্থে আরও ভালো ভালো কাজ করবে। তারা বলেন আমরা চেষ্টা করবো বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে। কোনো রাজনৈতিক ভাবে যুক্ত না হয়ে তাঁদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তবে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলার, তারক সাহা, তাপস হালদার, শুভাশীষ চক্রবর্তী, সমাজসেবী মনমোহিনী বিশ্বাস, সোনু সিং, শংকু চ্যাট্টর্জি, সহ আরও অনেকে। তবে অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করতে দেখা যায় সংস্থার প্রেসিডেন্ট ও চেয়ারমান বিটু আলী মোল্লা এবং সেগেটারি শুভমকর নস্কর কে।
Comments