কলকাতা প্রেস ক্লাবে লঞ্চ হল 'ব্লাড লাইন প্লাস' আপ
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবের লঞ্চ হল ব্লাড লাইন প্লাস আপ। রক্তের চাহিদা মেঠাতে এই অত্যাধুনিক ব্যবস্থা আয়োজিত হয়েছে। এই আপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের খোঁজ পেতে পারে। গ্রাহকদাতা ও গ্রাহক দুই জন্য কেই সংযোগ করিয়ে দেবে এই আপ। কম সময়ে খুব সহজে এই আপ ডাউনলোড করে সুবিধা পেতে পারে সাধারণ মানুষ। ব্লাড লাইন প্লাস এই আপ টি পাওয়া যাবে বিভিন্ন ভাষায়। তবে এর শুভ সূচনা হল প্রথম কলকাতাতেই। রক্তদান মহৎ দান এক ফোঁটা রক্ত মানুষের জীবন কে ফিরিয়ে দেয়। তাই রক্তের চাহিদা মেঠাতে বিভিন্ন জায়গায় চলে রক্ত দান শিবির ক্যাম্প। তবে এবার মানুষকে আরও সহজ ভাবে সুযোগ করিয়ে দিচ্ছে ব্লাড লাইন প্লাস আপ। খুব শীঘ্রই ডাউনলোড করুন এই আপ। তবে এই দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শেখার মেহেতাব, মনীশ বিয়ানী, অপর্ণা বিয়ানী চিত্রা আগরওয়াল, ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক। তবে এর সমগ্র সহযোগীতায় রয়েছে রোটারি কলিকাতা মহানগর।
Comments