লায়ন্স ক্লাব অফ কলকাতা ডিস্ট্রিক 322B2 উদ্যোগে শ্রী শ্যাম নিশান শোভাযাত্রা
ফাল্গুনী পূর্নিমা তিথি হল দোল তিথি। দোল হিন্দু সভ্যতার প্রাচীন উৎসব। শ্রীকৃষ্ণের ঝুলন থেকে দোল কথার উদ্ভব। রাধা কৃষ্ণের তত্ত্বকে দাঁড় করিয়ে বিপরীত লিঙ্গের মাঝে অবাধ হোলি খেলা হয়। রবিবাসরীয় দিনে পঞ্চম শ্রী শ্যাম নিশান শোভাযাত্রা উদযাপন হল। লায়ন্স ক্লাব অফ কলকাতা ডিস্ট্রিক 322B2 এর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিন পোস্তা গণেশ মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে গিরিশপার্ক, সিদ্ধি বিনায়ক মন্দির, এম. জি রোড হয়ে হাওড়ার ইচ্ছাপূরণ দেবস্থান মন্দিরে গিয়ে সমাপ্ত হয়।এদিনের শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় বকশী, এছাড়া হাজির ছিলেন আকাশ গুপ্তা, চেতন জৈন, রমেশ শোনকর, সুনীল গুপ্তা, অরবিন্দ বাজপেয়ী, অমিত কমল সহ অন্যান্যরা। নিশান শেষে আগত শ্যাম ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এবছর এই শোভাযাত্রা পঞ্চম বর্ষে পদার্পন করলো।
Comments