ভারত ছাড়ো দিবস স্বরণ করে জনতা দল ইউনাইট দলীয় কর্মী বৈঠক
বাংলায় এতো দুর্নীতি কোনো দিন দেখা যায়নি! বাংলা কে ধ্বংস করছে এই সরকার! দিল্লীতে মোদী আর বাংলায় দিদি দুজনে মিলে কন্টাক করে দেশ ও রাজ্য চালাচ্ছে! এমনি কটাক্ষ করে বলেন জনতা দলের সদস্য কর্মীরা! মঙ্গলবার ভারত ছাড়ো দিবস স্বরণ করে দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দলের সদস্যভুক্তি অভিযানে প্রারম্ভ এ, ভারত সভা হলে একটি বৈঠকে আয়জন করা হয়! আর সেই বৈঠকে কেন্দ্র ও রাজ্যকে দুসে এমনি ভাবে দু সরকারকে কটাক্ষ করলেন তারা! তারা আরও বলেন মানুষ খেতে পাবেনা মানুষকে শেষ করে দেবে এই দুই সরকার! জনতা দল মন্দির মসজিদ এর দল নয়! এই দল মানুষের দল! এই দল সমাজকে বিশ্বাস করে! জনতা দল একার লড়াই করার ক্ষমতা রাখে! মঙ্গলবার এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন এমপি গুলাম রসল বালিভি, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিতাভ দত্ত, জেনারেল সেক্রেটারি কাশীনাথ রায়, প্রেসিডেন্ট সুভাষ সিংহ সহ্য আরও অনেকে! তবে এই দিনের বৈঠকে শেষে বেশ কয়েকজন জয়েন্ট হয়!
Comments