উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস কমিটি পক্ষ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসকদের সমর্ধনা জ্ঞাপন

1জুলাই চিকিৎসক দিবস উপলক্ষে ডক্টরদের সমর্ধনা জ্ঞাপন করা হল ইউথ tmc কমিটি পক্ষ থেকে! মেডিকেল কলেজ হাসপাতালে কাউন্সিলার সুপর্ণা দত্ত, কাউন্সিলার শান্তি রজন কুন্ড, ওয়ার্ড 43 ইয়ুথ tmc কমিটি প্রেসিডেন্ট পাওয়ান শর্মা সহ্য বহু বিশিষ্ট জনেরা মিলে এই দিন ডক্টরদের ফুল এবং মেমেন দিয়ে সমর্ধনা দেন তারা! সমাজের বড় দায়িত্ব ভূমিকায় সব সময় মানুষের পাশে থাকেন চিকিৎসকরা! করোনাকালে তা বুঝিয়ে দিয়েছে! তাই চিকিৎসা ক্ষেত্রে ডাক্তাদের অবদানের স্বীকৃতি দিতেই পালিত হয় 1 জুলাই! তবে ইয়ুথ tmc কমিটি পক্ষ থেকে ডক্টরদের এই সমর্ধনা জ্ঞাপনে উপস্থিত ছিলেন tmc ইয়ুথ কমিটি প্রেসিডেন্ট পাওয়ান শর্মা, মহম্মদ মাজিদ, মহম্মদ নাসিম, লালিত আগারওয়াল, ফিরোজ আলম, হামিদ ঈবাল খান, অজয় শর্মা, মহম্মদ লরশাদ, বিকাশ দাস, নাদীম আহমদ, আরবাজ আলী, প্রভাত তিয়ারি সহ্য আরও অনেকে!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা