5 ই জুন কলকাতা প্রাদেশিক মহেশয়ারি সভা মহাযাত্রা হতে চলেছে

5 ই জুন কলকাতা প্রাদেশিক মহেশয়ারি সভা মহাযাত্রা হতে চলেছে! এই দিন সকাল 8 টা সময় মহেশ্রী ভবন থেকে যাত্রা শুরু হবে এবং বড় বাজারে বিভিন্ন এলাকায় ভ্রমন করবে এই যাত্রা! শেষে সন্ধ্যাকালে সাংস্কৃতি অনুষ্ঠান এবং অতিথি ভোজনের মধ্যে দিয়ে দিনটি সম্পূর্ণ করা হবে! শুক্রবার বেলা 4 টা সময় মহেশ্রী ভবনে এই দিন সভা যাত্রার শুভ সূচনার আগেই সাংবাদিক সম্মেলন করলেন কলকাতা প্রাদেশিক মহেশয়ারি সভা সংগঠন! যেখানে উপস্থিত ছিলেন বিনাদ যাইরো, গোপাল দাসমানি, ইন্দ্র কুমার মোহটস, বুলাদি দাস মাইমানি, হেমন্ত মার্ডাস, সুশীল কোঠারি সহ্য আরও অনেকে! তবে 5 ই জুন প্রাদেশিক মহেশয়ারি সভা পক্ষ থেকে এক মহাসভা যাত্রা হতে চলেছে যেখানে কয়েকশ মানুষের সমাগম দেখা যাবে ওই দিনের যাত্রায়!

Comments

Popular posts from this blog

তাপসীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাংবাদিক সম্মেলন

শুক্রবার আয়োজিত হল রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা